Wriddhiman Saha: ঋদ্ধিমান কাণ্ডে গঠিত ৩ সদস্যের কমিটি

শুক্রবার, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) এক সিনিয়র সাংবাদিকের হুমকি ও ভয়ভীতি তদন্ত খতিয়ে…

Wriddhiman Saha

শুক্রবার, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) এক সিনিয়র সাংবাদিকের হুমকি ও ভয়ভীতি তদন্ত খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে।

তিন সদস্যের কমিটিতে BCCI সহ-সভাপতি রাজীব শুক্লা, BCCI কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল এবং BCCI এপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং ভাটিয়া রয়েছেন। কমিটি আগামী সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবে।

প্রসঙ্গত, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সাক্ষাৎকার পর্বে এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে হুমকির মুখে পড়ে, অভিযোগ ওই সিনিয়র সাংবাদিক ভারতীয় কিপার ব্যাটসম্যান সাহাকে হোয়াটস… চ্যাটে ভয় ভীতি প্রদর্শন করে। এই ইস্যুতে বিসিসিআই ঋদ্ধিমান সাহার সাথে যোগাযোগ করে এবং বিষয়টির তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।