‘বিজেপির অবস্থা খারাপ বলে ড্যামেজ কন্ট্রোল করতে বাংলায় মোদী’, দাবি সাংসদের

নজরে ২০২৪-এর লোকসভা ভোট, আজ শুক্রবার বাংলা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে মোদীর পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গে তুমুল কটাক্ষ করলেন তৃণমূলের বরিষ্ঠ…

নজরে ২০২৪-এর লোকসভা ভোট, আজ শুক্রবার বাংলা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে মোদীর পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গে তুমুল কটাক্ষ করলেন তৃণমূলের বরিষ্ঠ সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী তা তুলে ধরার চেষ্টা করছেন। প্রত্যেক নির্বাচনের আগে প্রধানমন্ত্রী রাজ্যে আসেন, কিন্তু তাতে কিছু যায় আসে না। এবার তিনি তিনটি সমাবেশ করবেন তবে তাতে কোনও পার্থক্য হবে না। প্রধানমন্ত্রী এই আসনগুলিতে জিততে পারবেন না।”

বিজেপি তৃণমূল নেতা শাহজাহান শেখের গ্রেফতারিকে রাজ্যের সঙ্গে বোঝাপড়া বলছে। এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, “প্রথমে বিজেপি জানতে চাইছিল, ওঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এখন তাকে গ্রেফতার করায় তারা বলছে, এটা একটা বোঝাপড়া। তাকে গ্রেফতার করা হয়েছে, ব্যস। টপিকটা এখন বন্ধ করা উচিত। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছে, ইডি বা সিবিআইকে নয়।”