HomeWest BengalKolkata Cityদক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পরিস্থিতি উন্নতি হবে উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পরিস্থিতি উন্নতি হবে উত্তরবঙ্গে

- Advertisement -

উল্টোরথের দিন থেকেই উল্টে যাচ্ছে আবহাওয়ার চাল। বর্ষার আমেজের মাঝেই, আজ সোমবার বৃষ্টিতে বিরতির পূর্বাভাস। গত কয়েকদিন টানা হালকা-মাঝারি বৃষ্টি হলেও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই।

না থেকেও আছেন তিনি! রাজ্য কমিটির বৈঠকের আগে শুভেন্দুদের মাথাব্যথা দিলীপই?

   

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিই চলবে । অন্যদিকে, উত্তরবঙ্গে একটানা ভারি বৃষ্টি হলেও, এই সপ্তাহ থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি বলে জানা গিয়েছে। এদিকে কলকাতায় সোমবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা থাকার কারণে অস্বস্তি ভাব বজায় থাকবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।

আলু ৪০, পেঁয়াজ ৪৫, বেগুন ১৩০ – জেনে নিন আজকের বাজারদর

অন্যদিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য সোমবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। বুধবারে বৃষ্টির পরিমাণ বাড়বে।

জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট কমবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমান কমবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular