বাজার করতে গিয়ে রীতিমতো হাতে ছেঁকা (Kolkata Market Price) লাগছে আমজনতার। শহর কলকাতা থেকে জেলা, সর্বত্রই চড়া দরে বিকোচ্ছে সবজি। পেঁয়াজ, টমেটো থেকে শুরু করে আলু, ক্যাপসিকাম, শসার মতো সবজির আগুন দাম (Kolkata Market Price)। চড়া দামে বিকোচ্ছে বেগুন, করোলার মতো সবজিগুলোও। বৃষ্টির দেখা নেই বলেই সবজির দাম এতটা চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকদিন। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন তারা। কিন্তু তা সত্ত্বেও কি নিয়ন্ত্রণে এসেছে বাজারদর? ক্রেতাদের একাংশ জানাচ্ছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এলে সাময়িকভাবে দাম কমানো হচ্ছে।
তবে তাঁরা চলে গেলেই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুনে হাত দিলে আপনার হাতে ছ্যাঁকা লাগবেই। শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।
ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৩ জেলায়, সুখবর দিল হাওয়া অফিস
কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১৩০ টাকা কেজি, টম্যাটো ৫৫, লঙ্কা ১২০, আদা ২০০ টাকা, রসুন ২৫০ টাকা, উচ্ছে ৭০ টাকা, বিনস ১৬০ টাকা, সজনে ডাঁটা ২২০, ঢ্যাঁড়শ ৫০, পটল ৪০, পেঁপে ৪০ টাকা কেজিতে বিকোচ্ছে।
মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ২৯০-৩৪০ টাকা, কাতলা কেজিতে ৪০০-৪৪০ টাকা, ট্যাংরা ৬০০, পাবদা ৫৫০, পমফ্রেট ৭০০ টাকা কেজি, ভেটকি ৭০০, বাগদা চিংড়ি ৮৫০, গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ২০০০ টাকা কেজি।
সকাল সকাল সুখবর, মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল