Tuesday, November 25, 2025
HomeWest BengalKolkata CityJob Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে ফের মমতার নাম নিলেন পার্থ

Job Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে ফের মমতার নাম নিলেন পার্থ

ফের জেলবন্দি পার্থর মুখে উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। নিয়োগ পলিসিতে নাম জড়ালেন খোদ মুখ্যমন্ত্রী। এসএসসি-তে নিয়োগের দায় ফের অস্বীকার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের দিকে দায় ঠেললেন তিনি। আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছেন, নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে।

Advertisements

পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেছেন, ‘নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে। এসএসসি আলাদা একটি বোর্ড, মন্ত্রী এসএসসি-কে নিয়ন্ত্রণ করত না। আমি জানি না কারা চাকরি পেয়েছেন। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম, বারবার দফতর বদল হয়েছে। এক বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি’।

   

উল্লেখ্য, এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের দিকে ইঙ্গিত করার পরই তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে দলের যা অবস্থান, মতামত সেটা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে।’

Advertisements

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন তৎকালীন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি দলের প্রতি আস্থার বার্তা দিলেও ঘাসফুল শিবির বরাবরই বজায় রেখেছে দূরত্ব। নিয়োগে পলিসির দায় বর্তায় না পার্থর ওপর, সেটা আবার আদালতের কাছে পরিস্কার করে জানিয়ে দিলেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments