পুর ও পঞ্চায়েত নির্বাচনে কিছু সু়খবর এলেও বড় ভোটে ঝুলি ভরছে না। এ নিয়ে বঙ্গ বাম দুশ্চিন্তায়।সিপিআইএমের অভ্যন্তরে প্রশ্ন কী এমন ঘটছে যে মিছিল, জনসমাবেশ উপচে পড়লেও সেই তুলনায় ভোট বাড়ছে না। এক যুগের বেশি ক্ষমতাচ্যুত বাম শিবির এবার কৌশলে দলীয় মুখ নির্ধারণ করছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। তবে ঘোষিত নয়। ইশারায় বুঝি়য়ে দেওয়া হচ্ছে দলের যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জিই মুখ! সিপিআইএমের এই অবস্থান নিয়ে তীব্র চর্চা। আগামী ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে জনসভা করবে সিপিআইএমের ছাত্র ও যুব শাখা। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সংবাদিক বৈঠকে জানালেন, ব্রিগেড সমাবেশের কথা।
চৌত্রিশ বছরের বাম জমানায় ব্রিগেডে জনসমুদ্র তৈরি করত সিপিআইএম। বাম জমানার পতনের পরেও ব্রিগেডে জনপ্লাবন আনার শক্তি বারবার দেখিয়েছে সিপিআইএম। ক্ষমতাচ্যুত ও বিধানসভায় শূন্য হয়ে গেলেও ব্রিগেডে কমপক্ষে ৫ লক্ষ জনসমাবেশ করার ক্ষমতা রাখে সিপিআইএম তা স্বীকার করে নিয়েছেন সরকারে থাকা তৃণমূল নেতৃত্ব। তবে তাদের কটাক্ষ, ব্রিগেড ভরালেও লোকসভার ভোটে এ রাজ্যে বাম শিবিরের ঝুলি খালিই থাকবে।
বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেছেন, তৃ়নমূল ও বিজেপির দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের ছাত্র যুব সমাজকে এক করার লক্ষে রাজ্য জুড়ে হবে প্রচার। আগামী ৩রা নভেম্বর সারা রাজ্য জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপছাত্র যুব পদযাত্রা শুরু হবে ডিওয়াইএফআই ও এসএফআই নেতৃত্বে। পদযাত্রা শেষ হবে ব্রিগেডে। আগামী ৭ জানুয়ারি হবে বাম ছাত্র-যুব ব্রিগেড সমাবেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভায় শূন্য হলেও এক ডাকে ব্রিগেডে কমপক্ষে ৫ লক্ষ জমায়েত করার ক্ষমতা রাখে সিপিআইএম। কারণ, বাম সমর্থকদের কাছে ব্রিগেড সমাবেশ একটি আবেগ। সেই আবেগ টানে তারা আসেন।
সিপিআইএম যুব শাখা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে ব্রিগেড সমাবেশ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। কারণ, দল নয় শাখা সংগঠন ব্রিগেড সমাবেশ করবে। আলোচনায় উঠে আসছে মীনাক্ষীর উপর ভরসার কথা। এর আগে কলকাতাতেই ধর্মতলার সমাবেশে মীনাক্ষীই ছিলেন উদ্যোক্তা। তবে ব্রিগেড সমাবেশ শুধু ছাত্র যুব ভর করে ! সিপিআইএম ঝুঁকি নিল কি? মীনাক্ষীর প্রত্যয় ব্রিগেড উপচে যাবে।