SSC Scam: চিনা দরজা খুলতে ঘাম ছুটল ইডির, ভিতরে পার্থ-অর্পিতা কী রেখেছে

আপাতত ৫ আগস্ট অবধি এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। গত ২২ জুলাই থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি সহ , পার্লার, আরো বেনামি বাড়িতে খানা তল্লাশি চালিয়েছে ইডির আধিকারিকরা।

Advertisements

   

এদিকে বৃহস্পতিবার পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি চালিয়েছে ইডির দল। এদিন তালা ভেঙে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডির আধিকারিকরা। উপস্থিত হয়েছে ৬ জনের প্রতিনিধি দল। টেনশন উঠছে, তাহলে আরও টাকার পাহাড় মিলবে অর্পিতার বাড়ি থেকে?

Advertisements

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে রীতিমতো সোনার খনি পেয়েছেন অধিকারিকরা। ইডি সূত্রে খবর, ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট। ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার, সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৩১ লক্ষ টাকা।