HomeWest BengalKolkata CityDurga Puja: দুর্গাপুজোয় 'অনুদান' সর্বমোট ৫০০ কোটি! মমতার সিদ্ধান্ত রুখতে পরপর মামলা

Durga Puja: দুর্গাপুজোয় ‘অনুদান’ সর্বমোট ৫০০ কোটি! মমতার সিদ্ধান্ত রুখতে পরপর মামলা

রাজ্য কোষাগারে হাঁড়ির হাল। বিপুল অনুদান কেন উঠছে প্রশ্ন

- Advertisement -

৪৩ হাজার পুজো (Durga Puja) কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদানের বিপুল বোঝা নিচ্ছে রাজ্য সরকার। শুধুমাত্র পুজো কমিটি গুলিকে অনুদান নয়, একাধিক বিষয়েও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যার মোট আনুমানিক খরচ ৫০০ কোটি টাকা হিসাবে ধরা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই অনুদান সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের করা হল। বুধবার ২ টি মামলা দায়ের করার পর বৃহস্পতিবার আরও একটি মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

   

সোমবার মুখ্যমন্ত্রী সর্বজনীন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে বলেন, ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, আমি আশা করি। তাই এবার আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম। খুশি তো?

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পরেই রাজ্য জুড়ে প্রশ্ন, এত টাকা আসবে কোথা থেকে। জনতার করের টাকায় পুজো কমিটিগুলিকে অনুদান প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা।

মামলাকারীর প্রশ্ন ছিল আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত, কেন ছাড় দেওয়া হল পুজো কমিটির বিদ্যুৎ বিলে যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান।

মামলাকারীর দাবি, যেখানে অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, সেখানে কী করে রাজ্য সরকার পুজোয় অনুদান দিচ্ছে, এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে। সরকারের সিদ্ধান্ত প্রত্যহারের দাবিতে মামলা দায়ের হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular