মুখ্যমন্ত্রী হেমন্তর বিধায়ক পদ খারিজ বিতর্ক, ঝাড়খন্ডে সরকার নড়ছে

ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে AK47 উদ্ধারের ঘটনা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। আর এই নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়তে…

ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে AK47 উদ্ধারের ঘটনা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। আর এই নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার সত্ত্বা বদল হতে চলেছে ঝাড়খণ্ডের। সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। বিধায়ক পদ খারিজের জন্য রাজ্যপালকে প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজেপি, এই মামলার আবেদনকারী, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ৯-এ ধারা “লঙ্ঘন” করার জন্য হেমন্ত সোরেনের অযোগ্যতা চেয়েছে, যা সরকারী চুক্তির জন্য অযোগ্যতার সাথে সম্পর্কিত। নির্বাচন কমিশন যদি শুধু হেমন্ত সোরেনের সদস্যপদই ছিনিয়ে, তা হলে ইউপিএ-র তরফে আরও একবার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হতে পারেন তিনি। তার ভিত্তিতেই হেমন্ত ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।

শুধু তাই নয়, আগামী ৬ মাসের মধ্যে আবার নির্বাচনে জিতে বিধায়কও হয়ে যাবেন তিনি। তবে হেমন্ত সোরেন যদি মুখ্যমন্ত্রীর চেয়ার হারান, তাহলে জেএমএম-কংগ্রেস জোটকে মুখ্যমন্ত্রী পদের জন্য নতুন নেতা নির্বাচন করতে হতে পারে। এ সবের মাঝেও আলোচনা হচ্ছে, সদস্যপদে যাওয়ার পর সোরেন তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী করতে পারেন।