কেজরি সরকারের ভিতর অপারেশন লোটাস অভিযান, দিল্লি সরগরম

দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ করার চেষ্টা করছে বিজেপি (BJP)। এমনটাই অভিযোগ তুলেছে ক্ষমতাসীন আম আদমি পার্টি (AAP)। যদিও আপ-এর দাবি, বিজেপির এই পরিকল্পনা একেবারে মুখ থুবড়ে…

দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ করার চেষ্টা করছে বিজেপি (BJP)। এমনটাই অভিযোগ তুলেছে ক্ষমতাসীন আম আদমি পার্টি (AAP)। যদিও আপ-এর দাবি, বিজেপির এই পরিকল্পনা একেবারে মুখ থুবড়ে পড়েছে। তবে অন্যদিকে আপ নেতা দিলীপ পান্ডের দাবি, আপ দলের ৪০ জন বিধায়ককে নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি।

তিনি বলেন, ‘সব বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গতকাল বার্তা দেওয়া হয়েছিল এবং যে বিধায়কদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি তাদের করা হবে এবং সমস্ত বিধায়ক বৈঠকে উপস্থিত থাকবেন। বিজেপি ৪০ জন বিধায়ককে ভাঙার প্রস্তুতি নিচ্ছে’।

   

অন্যদিকে আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ জানান, ‘দিল্লিতে বিজেপির অপারেশন লোটাস ব্যর্থ হয়েছে। এদিনের বৈঠকে ৬২ জন বিধায়কের মধ্যে ৫৩ জন উপস্থিত ছিলেন। স্পিকার দেশের বাইরে এবং মনীশ সিসোদিয়া হিমাচলে রয়েছেন। মুখ্যমন্ত্রী অন্যান্য বিধায়কদের সাথে ফোনে কথা বলেছেন এবং প্রত্যেকেই বলেছেন যে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সাথে আছেন। বিজেপি আমাদের ১২ জন বিধায়কের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের দল ভেঙে দিতে বলেছিল। তারা ৪০ জন বিধায়ককে ভেঙে দিতে চেয়েছিল এবং প্রত্যেককে ২০ কোটি টাকার প্রস্তাব দিচ্ছিল। এখন আমরা মহাত্মা গান্ধী স্মৃতির কাছে যাচ্ছি।’

আপ-এর অভিযোগ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্নাটকের ধাঁচেই বিজেপি তাদের সরকারের পতন ঘটাতে ‘অপারেশন লোটাস’-এর চক্রান্ত করছে।