বুথ ফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল, তৃণমূল যুব নেতা দেবাংশুর সমীক্ষায় বিরাট ইঙ্গিত

শনিবার বিকেল থেকেই ভোটপর্ব শেষ হতেই শুরু হয়েছে ফলাফলের হিসেব কষা। গত শনিবার বিকেল থেকেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়(Exit Poll) উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।…

lok-sabha-election-allegations-of-rigged-votes-against-trinamool-congress-haldia

শনিবার বিকেল থেকেই ভোটপর্ব শেষ হতেই শুরু হয়েছে ফলাফলের হিসেব কষা। গত শনিবার বিকেল থেকেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়(Exit Poll) উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মোটামুটি প্রত্যেকটি বুথ ফেরত সংস্থার রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। শুধু তাই নয়, হিসেব বলছে প্রায় ৩৬০টি নিয়ে ক্ষমতায় ফিরতে পারে মোদী সরকার। সেই সঙ্গে এই রাজ্যের দেখা যাবে গেরুয়া ঝড়। এমনিই ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়।

Advertisements

Advertisements

তবে বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার রিপোর্টকে বুড়ো আঙুল দেখাল তৃণমূল যুব নেতা তথা তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, বিজেপির আসন সংখ্যা ২০১৯-এর তুলনায় কমবে।নিজের সোশাল মিডিয়া পোস্টে তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর পোস্ট, তৃণমূল পাবে ২৫ থেকে ২৭ আসন। আর বিজেপির দখলে আসতে চলেছে ১৪ থেকে ১৬টি আসন। আর বাম-কংগ্রেস জোটকে সর্বোচ্চ মাত্র একটি আসন দিতে রাজি দেবাংশু। এটাই তাঁর নিজস্ব হিসেব বলে দাবি করেছেন তৃণমূলের সর্বকনিষ্ঠ প্রার্থী।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যককে বলেন, “২০১৬, ২০১৯ ও ২০২১ সালের এক্সিট পোল দেখেছি। কোনোটাই মেলাতে পারিনি। কারণ, এগুলো সব বিজেপির তৈরি। মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। দুই মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল। সেই কোম্পানিটাও বিজেপির কোম্পানি। অভিষেক আজ সাংবাদিক বৈঠক করবে। নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবে। বিজেপি কিছু লোক পোষে।”