‘আবার কবে ফিরবো জানি না’, স্যারেন্ডার করার আগে বললেন মুখ্যমন্ত্রী

হাজারো চেষ্টা করেও জামিন না মেলায় আজ রবিবার শেষমেষ জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। আজ তিহার জেলে ফিরছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জেলে…

হাজারো চেষ্টা করেও জামিন না মেলায় আজ রবিবার শেষমেষ জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। আজ তিহার জেলে ফিরছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জেলে গিয়ে আত্মসমর্পণ করার আগে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানালেন, “প্রচারের জন্য সুপ্রিম কোর্ট আমাকে ২১ দিনের জামিন দিয়েছিল। এর জন্য আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি আবার যাচ্ছি তিহার জেলে। এই ২১ দিনে আমি এক মিনিটও নষ্ট করিনি। আমি শুধু আম আদমি পার্টির হয়ে প্রচার করিনি, মুম্বই, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে গিয়েছি। আম আদমি পার্টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি দিল্লিবাসীকে বলতে চাই যে আমি চলে যাচ্ছি। আবার জেল, আমি কেলেঙ্কারি করেছি বলে নয়, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি বলে। প্রধানমন্ত্রী মোদী দেশের সামনে স্বীকার করেছেন যে আমার বিরুদ্ধে তাঁর কাছে কোনও প্রমাণ নেই।”

   

আজ স্যারেন্ডার করার আগে রাজঘাট ও হনুমান মন্দিরও পরিদর্শন করেন তিনি। এরপর দলীয় কার্যালয় থেকে দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আবার কবে ফিরবো জানি না।’ দিল্লির মন্ত্রী আতিশি বলেন, ‘আম আদমি পার্টির কোনও নেতা জেলে যেতে ভয় পান না। অসুস্থ বোধ করেও জেলে যাচ্ছি।’

এক্সিট পোল সম্পর্কে তিনি লেখেন, ‘গতকাল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের এক্সিট পোল বেরিয়েছে। লিখিত আকারে নিন, এই সমস্ত এক্সিট পোল ভুয়ো। একটি বুথ ফেরত সমীক্ষায় রাজস্থানে বিজেপিকে ৩৩টি আসন দেওয়া হলেও সেখানে মাত্র ২৫টি আসন রয়েছে। আসল বিষয় হল, কেন ভোট গণনার ৩ দিন আগে ভুয়ো এক্সিট পোল করতে হল তাঁদের। বিজেপি ইভিএম মেশিনে কারসাজি করার চেষ্টা করছে।’