সিমেন্টের বিজ্ঞাপনে বেলুড় মঠ! নিন্দার ঝড়, পুলিশে যাওয়ার হুঁশিয়ারি মঠ কর্তৃপক্ষের

belur math in cement advertisement, সিমেন্টের বিজ্ঞাপনে বেলুড় মঠ

এবার বেলুড় মঠের নাম ব্যবহার করা হল বিজ্ঞাপনে। কলকাতায় সিমেন্টের সেই বিজ্ঞাপন চোকে পড়তেই সমালোচনা চলছে। এই বিজ্ঞাপনের জন্য কী রামকৃষ্ণ মঠ ও মিশন অনুমতি দিয়েছে? মঙ্গলবার মুখ খুলেছেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।

Advertisements

একটি সিমেন্ট কোম্পানি হাওড়া থেকে কলকাতায় প্রবেশের মুখেই বিরাট হোর্ডিং দিয়েছে। ব্রেবোর্ন রোডের ফ্লাইওভারে ওঠার পরেই রাস্তার বাঁদিকে দু’টি হোর্ডিং রয়েছে। তার মধ্যে নীচের হোর্ডিংটিতে বেলুড় মঠের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে কংক্রিটো। নামটাই যথেষ্ট।’

   

লক্ষ লক্ষ মানুষের আশা ভরসার প্রতীক বেলুড় মঠ। বহু মানুষের আস্থা রয়েছে এই বেলুড় মঠে। কিন্তু কোনও বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে কেন সেই বেলুড় মঠের নাম ব্যবহার করা হল?

শুভদিন হাতছাড়াতেই চটে লাল মমতা! রথের দিন খুলছে না দিঘার জগন্নাথ মন্দির

Advertisements

এই প্রশ্নের উত্তরে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘এমন কোনও অনুমতি কোনও সংস্থাকেই দেওয়া হয়নি। কারও সঙ্গে কোনও কথাও হয়নি।’ প্রবীণ সন্ন্যাসীর হুঁশিয়ারি, ‘এটা ভক্তদের বিশ্বাসকে আঘাত করতেই পারে। আমরা ওই ছবি পেলেই পুলিশের কাছে অভিযোগ জানাব।’ পুরো ঘটনায় হতবাক মঠ কর্তৃপক্ষ।

আন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট সিমেন্ট সংস্থার মুম্বই দফতরের পক্ষ থেকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। পরে অবশ্য বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে জানানো হয়েছে যে, যদি এটা নিয়ে কারোর কোনও অভিযোগ থাকে বা বেলুড় মঠ কর্তৃপক্ষের কোনও আপত্তি থাকে তবে ওই হোর্ডিং সরিয়ে নেওয়া হবে।