KIBF: ‘বাংলাই পথ দেখায়’ বইমেলা উদ্বোধনে বললেন মমতা

CM Mamata Banerjee inaugurates Book Fair

শুরু হল ৪৭-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এবারের থিম কান্ট্রি ব্রিটেন।

আজ থেকে শুরু হচ্ছে কলকাতার ৪৭ তম বইমেলা। ইতিমধ্যেই বইমেলা উদ্বোধন করতে সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

বইমেলায় এসে মুখ্যমন্ত্রী বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখছেন। তার সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ একগুচ্ছ আধিকারিকগণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পর তিনি মূল মঞ্চে আসবেন এবং বইমেলা উদ্বোধন অনুষ্ঠান শুরু করবেন। এর সঙ্গে সেখানে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে।

আজ ইতিমধ্যেই বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখছে বহু মানুষ। বইপ্রেমী মানুষরা শুরু করেছে তাদের পছন্দের বই কেনা। তবে কাল থেকে চলবে পুরো দমে বইমেলার কেনা বেচা।

বইমেলায় পৌঁছে কলকাতা পুলিশের স্টলে বিভিন্ন ধরনের অস্ত্রের ডিসপ্লে মডেল দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তাঁর দল তৃণমূলেন মুখপত্র ‘জাগো বাংলা’ স্টলে যান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন