J&K: কাশ্মীরে বিস্ফোরণে নিহত ‘অগ্নিবীর’ জওয়ান

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নৌশেরা (Naushera) সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন ‘অগ্নিবীর’ জওয়ান নিহত হয়েছেন। ঘটনায় আরও দু-জন আহত হয়েছেন। জানা…

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নৌশেরা (Naushera) সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন ‘অগ্নিবীর’ জওয়ান নিহত হয়েছেন। ঘটনায় আরও দু-জন আহত হয়েছেন। জানা যাচ্ছে, আহত জওয়ানদের আরও চিকিৎসার জন্য বিমানে করে উধমপুরে নিয়ে যাওয়া হয়েছে। মাইন বিস্ফোরণে একজন অগ্নিবীর জওয়ান নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নওশেরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ঘটনাটি ৮০ তম পদাতিক ব্রিগেডের অধীনে ১৭ তম শিখ লাইট ব্যাটালিয়নের দায়িত্বের (AOR) এলাকায় ফরোয়ার্ড ডিফেন্স লাইন (FDL) থেকে প্রায় ৩০০ মিটার দূরে সকাল ১০:৩০ টায় ঘটেছে। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় এলওসি বরাবর দুই সেনা সদস্য নিয়মিত নজরদারি চালাচ্ছিলেন। বিস্ফোরণের পর, উভয় সেনাকে দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন সেনার মৃত্যু ঘটে অপরজনের চিকিৎসা করা হচ্ছে।

সেনাবাহিনীর তরফ থেকে এখনও মৃত জওয়ানের নাম, বা বেঁচে থাকা সেনারর আঘাতের প্রকৃতি এবং মাত্রা প্রকাশ করেনি।