ডেটিং সাইটে পা দিয়ে যোগ শিক্ষিকা খোয়ালেন লক্ষাধিক টাকা। প্রথমে একটু আধটু আলাপ। তারপর ঘোরতর যোগাযোগ। সবশেষে মারাত্মক প্রেম। আর সেই প্রেমই কাল হলো যোগ শিক্ষিকার। একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী ডেটিং অ্যাপ টিন্ডারে অ্যাকাউন্ট খুলেছিলেন মুম্বইয়ের এক মহিলা। পেশায় তিনি যোগা প্রশিক্ষক। সেখানেই এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই আলাপ গভীর হতে থাকে। সেই আলাপ যে তাঁকে সাইবার প্রতারণার ফাঁদে ফেলে দেবে সেটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।
জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ মুম্বইয়ের চার্চগেট এলাকার বাসিন্দা। সম্প্রতি টিন্ডারে অমিত কুমার নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি নিজেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারের ডাক্তার বলে পরিচয় দিয়েছিলেন। তিনি পরে জানা যায় পুরো ব্যাপারটাই ভুয়ো। তিনি ম্যানচেস্টার থেকে একটি উপহার পাঠানোর অছিলায় ওই প্রতারিত মহিলার প্রায় সাড়ে তিন লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে যে একটি কুরিয়ার কোম্পানির মাধ্যমে তাঁর কাছে উপহার পৌঁছাবে বলে জানায় ওই যুবক। তবে উপহার পৌঁছানোর বেশ কতগুলি শর্ত আছে। সেই শর্ত অনুযায়ী ওই কুরিয়ার কোম্পানির কাছে অর্থ জমা রাখতে হবে। সেই মত একাধিক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা পাঠান ওই মহিলা। কিন্তু কোথায় উপহার? ধীরে ধীরে ওই যোগা প্রশিক্ষক বুঝতে পারেন তাঁর সঙ্গে বড়সড় প্রতারণা করা হয়েছে। মঙ্গলবার তিনি মেরিন ড্রাইভ পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ টিন্ডারে পরিচয় করা যুবক, ও ফোনে কথা বলা মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে।