Advertisements

Howrah Violence: ‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

mamata-howrah

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা সমালোচনামূলক মন্তব্য করায় প্রতিবাদের নামে হিংসাত্মক আন্দোলন চলছে হাওড়ার বিভিন্ন স্থানে। টানা ৪৮ ঘন্টা উত্তপ্ত উলুবেড়িয়া। এই পরিস্থিতিতে হিংসা রুখতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি লিখেছেন, “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”

অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তেমনই প্রতিবাদের নামে হিংসাত্মক আন্দোলনের জেরে ক্ষুব্ধ জনগণ। ক্ষোভ ছড়িয়েছে মুসলিম ধর্মাবলম্বী একটি অংশের মধ্যে।প্রতিবাদের নামে অবরোধ ভাঙচুর ঘিরে প্রবল সমালোচিত আন্দোলনকারীরা।

Advertisements

এদিকে বিজেপি সাসপেন্ড করেছে দলেরই মুখপাত্র নূপুর শর্মাকে। মিডিয়া সেলেপ নবীন জিন্দালকে বরখাস্ত করা হয়েছে। নূপুর শর্মার মন্তব্যের কারণে একাধিক রাজ্যে হিংসাত্মক আন্দোলন চলে শুক্রবার। আর বৃহস্পতিবার থেকে হাওড়া অগ্নিগর্ভ। শনিবার থমথমে পরিস্থিতি।

Advertisements