BJP: হিংসা কবলিত হাওড়ায় বিজেপি রাজ্য সভাপতিকে যেতে দিল না প্রশাসন

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় দেশজুড়ে চলছে বিক্ষিপ্ত অশান্তি। প্রতিবাদের নামে অশাম্তি চলেছে হাওড়ার বিভিন্ন স্থানে। হিংসাত্মক পরিবেশের…

BJP state president sukanta majumdar

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় দেশজুড়ে চলছে বিক্ষিপ্ত অশান্তি। প্রতিবাদের নামে অশাম্তি চলেছে হাওড়ার বিভিন্ন স্থানে।

হিংসাত্মক পরিবেশের পর চাপা উত্তেজনা হাওড়ার সর্বত্র। পরিস্থিতি সরেজমিনে দেখতে যেতে চেয়েছিলেন বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার। হাওড়ায় যাওয়ার আগেই আটকে দেওয়া হলো তাঁকে। বাড়ি থেকেই বেরোতে দেওয়া হয়নি তাঁকে।

শুক্রবার হিংসাত্মক প্রতিবাদের সময় হাওড়ার বিভিন্ন এলাকায় হামলা হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা ভাঙচুর করে। হাওড়ার পাঁচলায় বিজেপি কার্যালয় ভাঙচুর হয়। পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়।

পরিস্থিতি দেখতে শনিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে যাচ্ছিলেন। নিরাপত্তার কারণে তাঁকে আটকানো হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার ভয়ঙ্কর অবস্থা, একমাত্র প্যারামিলিটারি এবং সেনা নামিয়ে পরিস্থিতি ঠিক করা দরকার।সাধারণ মানুষের অবস্থা ভয়ঙ্কর খারাপ। রাজ্য সরকার দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিয়েছে।