Narada Scam: ফের ‘নারদ’ ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

লোকসভা ভোটের মুখে নারদকাণ্ডে (Narada Scam) নতুন করে তত্‍পর সিবিআই । আবারও একবার স্যামুয়েল ম্যাথ্যুকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সুত্রে খবর, নারদকাণ্ডে নতুন করে কিছু তথ্য প্রমাণ মিলেছে। আর তারই সূত্র ধরে স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আগামী ৪ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

এখন প্রশ্ন উঠছে, স্যামুয়েল ম্যাথ্যু কি আগামী ৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরা দেবেন? এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তলব করা হয়েছিল স্যামুয়েলকে। যদিও সেই সময়ে সিবিআই দফতরে হাজিরা এরান তিনি। জানান, ‘কলকাতায় সিবিআই অফিস থেকে আমাকে সমন পাঠানো হয়, যাতে ১৮ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী অফিসার আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাঁকে স্পষ্ট জানিয়ে দেই, তদন্তকারী সংস্থা যদি আমার বিমানের টিকিট ও থাকার খরচ না দেয়, তাহলে আমি হাজির হতে পারব না।’

   

তিনি আরও জানান, ‘এই নারদ মামলায় আমি ইতিমধ্যেই ১০-১২ বার সিবিআইয়ের কলকাতা অফিস এবং দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিয়েছি এবং তারা আমাকে কোনও ক্ষতিপূরণ দেয়নি। উপরন্তু, এর আগে সিবিআই এবং তেহেলকার মামলাগুলিতে আমি ৫০০ বারের বেশি সিবিআই এবং সিবিআই ট্রায়াল কোর্টে হাজিরা দিয়েছি। ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সিবিআই আমাকে মোট ২৩ হাজার টাকা দিয়েছে। আমি এই বিষয়ে সিবিআই আধিকারিক এবং নিম্ন আদালতে আবেদন করেছি, কিন্তু সিবিআই ক্রমাগত তাদের বিরোধিতা করেছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন