খাট, বিছানা বা আলমারি নয়, এবার ওয়াশিং মেশিন থেকে বান্ডিল বান্ডিল নোট পেলেন ইডি (ED)-র আধিকারিকরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এহেন দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে সকলের। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, আধিকারিকরা একটি লজিস্টিক সংস্থায় ধারাবাহিক তল্লাশি চালিয়ে ২.৫৪ কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ পেয়েছে, যার মধ্যে কিছু ওয়াশিং মেশিনে লুকানো ছিল।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ওয়াশিং মেশিনে টাকার বান্ডিল ভর্তি রয়েছে। ইডি এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর বিজয় কুমার শুক্লা ও সঞ্জয় গোস্বামী এবং সংশ্লিষ্ট সংস্থা লক্ষ্মীটন মেরিটাইম, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, স্টাওয়ার্ট অ্যালয়স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভাগ্যনগর লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড, বশিষ্ঠ কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাদের ডিরেক্টর / পার্টনার সন্দীপ গর্গ, বিনোদ কেডিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে তল্লাশি করা হয়। আর সেই তল্লাশি অভিযানেই এত বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়।
দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কুরুক্ষেত্র ও কলকাতায় চালানো হয় এই তল্লাশি। তল্লাশি চলাকালীন, বিভিন্ন অপরাধমূলক নথি, ডিজিটাল ডিভাইস এবং ২.৫৪ কোটি টাকার ব্যাখ্যাহীন নগদ পাওয়া গেছে এবং ৪৭টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইডির তরফে।
ED has conducted searches under the provisions of FEMA,1999 at the premises of M/s. Capricornian Shipping & Logistics Pvt Ltd and its directors Vijay Kumar Shukla and Sanjay Goswami and associated entities M/s. Laxmiton Maritime, M/s. Hindustan International, M/s. Rajnandini… pic.twitter.com/0EDzrjrlRJ
— ED (@dir_ed) March 26, 2024