HomeWest BengalKolkata Cityবন্যা কবলিত জেলায় কি পদক্ষেপ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

বন্যা কবলিত জেলায় কি পদক্ষেপ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

- Advertisement -

প্রবল বর্ষণ রাজ্যের বিস্তৃর্ণ এলাকায় জলমগ্ন। এই নিয়ে ডিভিসির ঘাড়ে দোষ চাপিয়ে রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে রণং মূর্তি ধারন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রকে দোষারোপ করলেও নিজে গিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। আশ্বাস দেন ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণেরও। 

সুভাষের চিতাভস্ম ফিরিয়ে ডিএনএ টেস্টের দাবি, মিলছে না মোদীর সাড়া

   

এবার হাওড়া, হুগলি ও মেদিনীপুর সহ তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ৩ অক্টোবর রাজ্যকে জানাতে হবে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কী পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা করেছিলেন আইনজীবী শঙ্কর দলপতি 

কাঁচা লঙ্কার দামের ঝালে চোখে জল আমজনতার

গত সপ্তাহে নিম্নচাপ তৈরি হওয়ায় ব্যপক বৃষ্টিপাত হয় ঝাড়খণ্ডে। তারফলে ডিভিসির জল ছেড়ে দেয় ঝাড়খণ্ড সরকার। যারফলে ডিভিসির প্রবল জল বাংলায় ঢুকে পড়ায় বন্যায় প্লাবিত হয় ওই তিন জেলা। প্রশ্ন ওঠে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়েও। কারণ দীর্ঘদিন ধরে চলে আসা প্রকল্পটিকে দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন দেব। বৈঠক করেছিলেন সেচ দফতরের সঙ্গেও। 

বায়ো-মেডিকেল বর্জ্য পুনর্ব্যবহারে নয়া প্ল্যান্ট তৈরির পরিকল্পনা কেএমসির

যদিও কেন্দ্র-রাজ্যের টানাপোড়েনে আটকে থাকা প্রকল্পটি কবে বাস্তবায়িত হবে তা সময়ই বলবে। তবে এই মুহুর্তে হাইকোর্টের রিপোর্ট তলব কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular