কাঁচা লঙ্কার দামের ঝালে চোখে জল আমজনতার

কাঁচা লঙ্কার দামের ঝালে চোখে জল আমজনতার। গত জুলাইের শেষে দিকে কিছুটা দাম কমলেও ফের উদ্ধমুখী কাঁচা লঙ্কার দাম। শহরের খুচরো বাজার গুলিতে এদিন কেজি…

Vegetable Price Rise

কাঁচা লঙ্কার দামের ঝালে চোখে জল আমজনতার। গত জুলাইের শেষে দিকে কিছুটা দাম কমলেও ফের উদ্ধমুখী কাঁচা লঙ্কার দাম। শহরের খুচরো বাজার গুলিতে এদিন কেজি প্রতি লঙ্কার দাম ছুয়েছে ১০০ টাকা। বাংলার নানান প্রান্তে বন্যা পরিস্থিতি। এদিকে, কয়েক সপ্তাহ গড়ালেই পুজো। দুর্গাপুজোর আগে এই অবস্থায় হু হু করে বাড়ছে সবজির দাম। মধ্যবিত্তের কার্যত নাগালের বাইরে চলে যাচ্ছে আনাজের দর। প্রশ্ন উঠছে, বন্যার জন্যই কি এত দাম সবজির? বাজারে গেলেই সবজিতে হাত দিলেই কার্যত দামের ছ্যাঁকা লাগছে ক্রাতাদের। এখনও দুর্গাপুজো আসেনি, তারপর রয়েছে লক্ষ্মীপুজো, অথচ তার আগে এখনই লঙ্কার দাম ১০০ টাকা প্রতি কেজি।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা বন্যার অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছেন। পুজোর আগে বাজার গুলিতে কাঁচা আনাজের দাম নিয়ন্ত্রনে লাগাতার অভিযানে নামার কথা বলেন তিনি। যদি কোন ব্যবসায়ী অসৎ উপায় আধিক মুনাফা লাভ করে তাদের বিরুদ্ধে কড়া

   

ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
টাস্ক ফোর্সেরও সদস্য ও ওয়েস্ট বেঙ্গল চাষি ভেন্ডার সমিতির সদস্য হলেন কমল দে বলেন, এই সময় প্রতি বছরই আনাজের দাম বাড়ে, কারণ গরমের আনাজের যোগান কমে এই সময়। তাই বলে কলকাতার বাজারে কেই বন্যার অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেবেন, তা ঠিক নয়, বলেন কমল দে। এদিকে, বিক্রেতারা বলছেন, ভিন রাজ্য থেকে আসা টমেটো, ক্যাপসিকামের দামও বেড়েছে।

রাজ্য টাস্ক ফোর্সের সদস্যদের মতে, আরামবাগ ও ঘাটালে বন্যার জেরে বহু ফসল জমিতে নষ্ট হয়েছে। তাঁদের মতে, সেই ফসল নষ্টের সরাসরি প্রভাব কলকাতার বাজারে সেভাবে পড়া উচিত নয়, কারণ কলকাতায় আনাজ আসে দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া থেকে। তাঁরা বলছেন, এই সমস্ত জায়গায় যা বৃষ্টি হয়েছে, তাতে ফসলের তেমন ক্ষতি হয়নি। এদিকে, বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টিই আনাজের দাম বৃদ্ধির মূল কারণ।