HomeWest BengalKolkata Cityবুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়

বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়

- Advertisement -

বাগদা বিধানসভার একাধিক এলাকায় বুথ দখল (Bypoll 2024) করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! আজ, বুধবার চার কেন্দ্রে উপনির্বাচনে দিন এই অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ডিহিহলদহ সহ একাধিক এলাকায় দেদার ছাপ্পা (Bypoll 2024) দিচ্ছে তৃণমূল। কার্যত দর্শকের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

তেমনই ১৮৮ নম্বর বুথে অবাধ ছাপ্পার অভিযোগ শুনে সেখানে যান বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। তাঁর দাবি, বুথের ভেতর একাধিক বহিরাগত জমায়েত করেছিল। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে বুথের বাইরে দেখা গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদ করলেই উত্তেজনার সৃষ্টি হয়।

   

বিনয়কুমার বিশ্বাসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কার্যত দর্শকের ভূমিকা পালন করছেন তারা। প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। এদিকে এই অভিযোগের পরপরই বিনয়কুমার বিশ্বাসের গাড়িতে ভাঙচুর চালানো হয়। থান ইট ছুড়ে মারা হয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।

মহুয়ার ডাকা বৈঠকে অনুপস্থিত দুই তৃণমূল বিধায়ক! কারণ ঘিরে জল্পনা

বিনয় কুমার বিশ্বাস বলেন, ভোটের নামে প্রহসন চলছে। যেভাবে হামলা হল, পুলিশ সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করল। এমনকি যথাযথ কেন্দ্রীয় বাহিনীও সেখানে ছিল না বলেও দাবি বিজেপি প্রার্থীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

এদিন বাগদার পাশাপাশি রাজ্যের আরও তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। কেন্দ্রগুলি হল – রায়গঞ্জ, রানাঘাট উত্তর, মানিকতলা। একুশের বিধানসভা ভোটের এই চারটি কেন্দ্রের মধ্যে কেবলমাত্র মানিকতলায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাকি তিনটি কেন্দ্রই বিজেপির দখলে যায়। এবার চারটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।

‘বিজেপিতে যোগ দিতে চাইছেন কুণাল ঘোষ’, বোমা ফাটালেন কল্যাণ

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular