উপনির্বাচনের মাঝেই শক্তি বাড়াল বিজেপি, গেরুয়া শিবিরে যোগ হেভিওয়েট নেতার

দেশের ১৩টি বিধানসভায় উপনির্বাচন চলছে আজ। আর ভোট চলাকালীনই হেভিওয়েট নেতাকে দলে টেনে শক্তি বৃদ্ধি করল বিজেপি (BJP)। আপ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজকুমার আনন্দ যোগ…

দেশের ১৩টি বিধানসভায় উপনির্বাচন চলছে আজ। আর ভোট চলাকালীনই হেভিওয়েট নেতাকে দলে টেনে শক্তি বৃদ্ধি করল বিজেপি (BJP)। আপ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজকুমার আনন্দ যোগ দিলেন বিজেপিতে (BJP)। আম আদমি পার্টি থেকে পদত্যাগের পর মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে যোগ দিয়েছিলেন রাজকুমার।

এদিন রাজকুমার আনন্দের পাশাপাশি তাঁর স্ত্রী বীণা আনন্দও বিজেপিতে যোগ দিয়েছেন। এ ছাড়া আম আদমি পার্টির আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার ঠিক আগেই রাজকুমার আনন্দের বিজেপিতে যোগ নিঃসন্দেহে আপের জন্য একটি বড় ধাক্কা, এমনটাই মত ওয়াকিবহল মহলের।

   

চলতি বছর এপ্রিলের শুরুতে, রাজকুমার আনন্দ আপ সরকারের মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। প্যাটেল নগরের বিধায়ক দলত্যাগের সময় বলেছিলেন, দুর্নীতির বিষয়ে দিল্লি সরকারের নীতির সঙ্গে একমত নন। তবে আম আদমি পার্টি ছেড়ে বিএসপিতে যোগ দেন রাজকুমার আনন্দ। সেই সময় রাজকুমার বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়েছিল।

বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়

যদিও সব জল্পনায় জল ঢেলে তিনি হাতির পিঠে চড়েছিলেন। অবশেষে আজ স্ত্রীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজকুমার আনন্দ। এবার বিএসপির টিকিটে নয়াদিল্লি আসনে দাঁড়ালেও খুব একটা সুবিধে করতে পারেননি তিনি। অরবিন্দ কেজরিওয়াল সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন আনন্দ। ২০২০ সালে প্রথমবারের মতো প্যাটেল নগর বিধানসভা আসন থেকে জিতেছিলেন।

তাঁর স্ত্রীও বীনাও প্যাটেল নগরের বিধায়ক ছিলেন। রাজকুমার আনন্দ আম আদমি পার্টি থেকে পদত্যাগ করার সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেক আপ নেতা জেলে ছিলেন। সেই সময় আপ নেতা সৌরভ ভরদ্বাজ এবং সঞ্জয় সিং অভিযোগ করেছিলেন যে রাজকুমার আনন্দ তদন্তকারী সংস্থাগুলির চাপে আম আদমি পার্টি ছেড়েছিলেন।

বিরাট ধাক্কা খেল বিজেপি! মমতার একটা চালে ঘুম উড়েছে নিশীথের

সেই সময়, আপ নেতারা দাবি করেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত বছরের নভেম্বর মাসে রাজকুমার আনন্দের বাড়িতে অভিযান চালিয়েছিল। তাঁদের কথায়, রাজকুমার আনন্দ ভয় পাচ্ছেন এবং তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। তবে আপ ছাড়ার কয়েকদিন পর হঠাৎ বিএসপিতে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাজকুমার আনন্দ।