বিরাট ধাক্কা খেল বিজেপি! মমতার একটা চালে ঘুম উড়েছে নিশীথের

লোকসভা ভোটের কোচবিহার আসনে জয়লাভ করেছে তৃণমূল। হেরে গিয়েছেন (Nisith Pramanik) বিজেপির হেভিওয়েট প্রার্থী বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তবে লোকসভা…

লোকসভা ভোটের কোচবিহার আসনে জয়লাভ করেছে তৃণমূল। হেরে গিয়েছেন (Nisith Pramanik) বিজেপির হেভিওয়েট প্রার্থী বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তবে লোকসভা ভোটে প্রায় ৪০ হাজার মার্জিনে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জিতলেও বেশ কয়েকটি এলাকায় পিছিয়ে রয়েছেন তিনি (Nisith Pramanik)।

আর মাত্র দু’বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে এখন থেকে কোচবিহারে ঘুঁটি সাজাচ্ছে জোড়াফুল শিবির। আর তাই এক বিশেষ কৌশলও নিয়েছে তারা। তা হল – বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি নিজেদের আয়ত্তে এনে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করা। বিজেপিকে ভাঙতে দলবদলকেই অস্ত্র করছে তৃণমূল।

   

২০২৩ সালের পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি মাত্র ২৪টি আসনে জয়ী হয়েছিল। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ১০৪টি গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছিল। কিন্তু লোকসভা ভোটের ফল বেরোনের পরই বিজেপি ছাড়তে থাকেন পঞ্চায়েত সদস্যরা। প্রধান-উপপ্রধানরাও দলবদল করতে থাকেন।

লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ! ৫ হেভিওয়েট নেতাকে বিরাট শাস্তি দিল তৃণমূল

লোকসভা ভোটের পর বিজেপির দখলে থাকা ১৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করেছে। এখন ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির হাতে রয়েছে মাত্র ১০টি। বাকি ১১৮টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।

লোকসভা নির্বাচনের পর বিজেপির দখলে থাকা অন্দরান ফুলবাড়ি ১ ও ২, নাটাবাড়ি ১, বারকোদালি ২, ফুলবাড়ি, কুচলিবাড়ি, বাগডোকরা, নয়ারহাট, পারাডুবি, ঢাংঢিংগুড়ি, মাতালহাট, ভেটাগুড়ি ১ ও ২, বলরামপুর ২ সহ মোট ১৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে।

হাত জোড় করে ভোটপ্রার্থনা! তৃণমূল সাংসদের কথা শুনে অবাক ভোটাররা

লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গিয়েছেন বাংলার দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম নিশীথ প্রামানিক। তৃণমূলের জগদীশচন্দ্রবর্মা বসুনিয়ার কাছে হেরেছেন নিশীথ।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ ৭,৮৮,৩৮৫টি ভোট পেয়েছেন। আর বিজেপির নিশীথ পেয়েছেন ৭,৪৯,১২৫টি ভোট। ৩৯ হাজার ২৫০ নিশীথকে উড়িয়ে দিয়েছেন জোড়াফুলের প্রার্থী। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়। প্রাপ্ত ভোট ৩০,২৬৭।

রাজ্যপালের আনন্দ কেড়ে নিল আদালত? মমতার মুখে যুদ্ধ জয়ের হাসি সুপ্রিম অর্ডারে