Metrorail:ফের বউ বাজারের একাধিক বাড়িতে ফাটল, ঘরছাড়া স্থানীয়রা

ফের মেট্রোরেলের(Metrorail) কাজের কারণে ফাটল ধরল বউ বাজারের একাধিক বাড়িতে৷ প্রায় ১০ টি বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গেছে। আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার৷ মেট্রো রেলের ওপর ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ, ফাটলের কথা জানানোর পরেও উপস্থিত হননি মেট্রো কর্তৃপক্ষরা। পরে উপস্থিত হন তিন জন আধিকারিক। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ ফাটল ধরে। তখন থেকেই এলাকায় আতঙ্ক ছড়ায়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে ঘিরে ফেলেছে পুলিশ৷ স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। সাড়ে ছ’টা নাগাদ উপস্থিত হন মেট্রো রেলের প্রতিনিধিরা। 

   

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মেট্রো রেলের কারণে বারবার সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। স্থায়ী সমাধান না হওয়া অবধি কোথাও যাবেন না তারা। মেট্রোর প্রতিনিধিদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ 

২০১৯ সাল থেকে শুরু হয়েছে বউ বাজারের মেট্রো রেলের কাজ। তারপর থেকেই একাধিক জায়গায় বিপত্তি দেখা দিতে শুরু করেছে। প্রায় ৬০০ এর বেশী মানুষ ঘরছাড়া। চলতি বছরেও একই বিপদ দেখা দিয়েছিল৷ সেই সময় স্থানীয়দের হোটেলে পাঠানো হয়েছিল৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন