Bangladesh: ঢাকায় কবীর সুমনের সঙ্গীতানুষ্ঠানে পুলিশের অনুমতি নেই, প্রবল বিতর্ক

জীবনমুখী গায়ক ও ভারতের প্রাক্তন সংসদ সদস্য কবীর সুমনের (Kabir Suman) সঙ্গীতানুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে অনুমতি দিল না ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police), এ…

জীবনমুখী গায়ক ও ভারতের প্রাক্তন সংসদ সদস্য কবীর সুমনের (Kabir Suman) সঙ্গীতানুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে অনুমতি দিল না ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police), এ নিয়ে বিতর্ক শুরু (Bangladeh) বাংলাদেশে। 

কবীর সুমনের সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বৃহস্পতিবার কলকাতা থেকে তিনি ঢাকায় চলে এসেছেন। শেষ মুহূর্তে তার গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ঢাকার পুলিশ বলছে, জাদুঘর গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ঢাকার পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম জানান, জাতীয় জাদুঘর একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর ভেতর এই ধরনের কোন়ো অনুষ্ঠান করার সুযোগ নেই। শিল্পীদের অনেক ক্রেজ থাকে। যে পরিমাণ টিকিট বিক্রি করেছে তার চেয়ে যদি অনেক বেশি লোক চলে আসে এবং বাইচান্স ভাংচুর শুরু করে, তখন তো সমস্ত দোষ পুলিশের ওপর এসে পড়বে। তখন প্রশ্ন আসবে ‘কেন অনুমতি দিলো’।

ঢাকায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল কবীর সুমনের। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়। বুধবার সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোয়ে পাঁচ শতাধিক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।

বিতর্ক এর পরেই শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল। পুলিশ বলছে, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবির সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলছে না।

শুরু হয়েছে বিতর্ক। দর্শকরা প্রবল ক্ষুব্ধ। তাঁরা বলছেন এমন যুক্তি আগে দেওয়া দরকার ছিল। পুলিশ বলছে তারা নিরুপায়। কবীর সুমনের অনুষ্ঠান হবে কি হবে না তা নিয়ে বিতর্ক বাড়ছে।

বাংলাদেশের কিছু ধর্মীয় মৌলবাদী সংগঠনের চক্ষুশূল কবীর সুমন। তিনি এরসময় ঢাকায় থাকাকালীন বিক্ষোভ হয়েছিল। পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃ়ণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবীর সুমন।