Sourav Ganguly: ডালমিয়ার পথ ধরেই সিএবিতে ফিরতে পারেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের মসনদ থেকে সরিয়ে সেই পদে রজার বিনিকে নিয়ে আসা হয়েছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এই রদবদলের মাঝেই জল্পনা,…

Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের মসনদ থেকে সরিয়ে সেই পদে রজার বিনিকে নিয়ে আসা হয়েছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এই রদবদলের মাঝেই জল্পনা, বিসিসিআইয়ের পর কী আইসিসি (ICC) পদে বসতে পারেন সৌরভ? আবার অনেকে বলছেন, গোটা বিষয়টিতে রাজনৈতিক রঙ লাগার আগেই বেরিয়ে আসতে পারেন সৌরভ। সেক্ষেত্রে, সৌরভ ফিরে আসতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের দায়িত্বে। এই ঘটনাকে অনেকে জগমোহনের পুনরাবৃত্তি বলছেন অনেকেই।

ভারতীয় ক্রিকেটে অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব জগমোহন ডালমিয়া। যিনি বিসিসিআইয়ের সভাপতি ছাড়াও ছিলেন আইসিসি চেয়ারম্যান৷ ২০০১-২০০৪ এবং ২০১৫ এই দু-দফায় ডালমিয়া বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন। তার আগে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসির সভাপতি পদে আসীন ছিলেন তিনি। ১৯৮৭ এবং ১৯৯৬ সালে ভারতীয় উপমহাদেশে বিশ্বকাপ আয়োজনের নেপথ্য ব্যক্তি ছিলেন তিনি। এরই মধ্যে সামলেছিলেন সিএবির সভাপতির পদ৷ বিসিসিআই থেকে সরানো হলে সিএবির দায়িত্ব গ্রহণ করেছিলেন জগমোহন। সৌরভের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে৷

কারণ, আইসিসিতে সৌরভ গেলেও বিসিসিআইয়ের তরফে তাঁকে কতটা সমর্থন জানানো হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, আইসিসি চেয়ারম্যান হিসেবে বোর্ডের তরফে প্রস্তাব করা হতে পারে জয় শাহ অথবা অনুরাগ ঠাকুরের নাম। তা হলে ক্রীড়ামন্ত্রী পদ ছাড়তে হবে অনুরাগকে। সেক্ষেত্রে বাংলা থেকে নয়া মন্ত্রী পদ পেতে পারেন কেউ। এমনটাও শোনা যাচ্ছে।

এরপরেই সৌরভের সিএবির পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে সচিব হিসাবে থাকতে পারেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কারণ, অভিষেক ডালমিয়ার মেয়াদ শেষ হয়ে আসছে। তিনি আইপিএলের গভর্নিং কাউন্সিল কমিটিতে জায়গা পেয়েছেন। তাই সিএবি দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরত এলে অবাক করার কিছু থাকবে না৷