World Cup : রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চালাল ভারত

রুদ্ধশ্বাস ম্যাচ (World Cup)। শেষ বলে হল ফয়সালা। রবিবার জিতল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। বিশ্বকাপে আরও একটি ম্যাচে ভারতের পরাজয়। হেগলে ওভালে প্রথমে…

World Cup

রুদ্ধশ্বাস ম্যাচ (World Cup)। শেষ বলে হল ফয়সালা। রবিবার জিতল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। বিশ্বকাপে আরও একটি ম্যাচে ভারতের পরাজয়।

হেগলে ওভালে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার স্মৃতি মন্ধনা (৮৪ বলে ৭১ রান) এবং শেফালি বর্মা (৪৬ বলে ৫৩ রান)। দলীয় ৯১ রানে দলের প্রথম উইকেটের পতন। তিন নম্বরে নেমে মাত্র দু’রান করে আউট হন যস্তিকা ভাটিয়া।

   

৯৬ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক মিতালী রাজ (৮৪ বলে ৬৮ রান)। অধিনায়ক হরমনজিত কৌরও (৫৭ বলে ৪৮ রান) খেলেছেন উল্লেখযোগ্য ইনিংস। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে ২৭৪/৭ রান তোলে ভারত।

World Cup
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিংয়ে আগ্রাসী মেজাজে ভারত।

বিশ্বকাপের পরের রাউন্ড যাওয়ার জন্য টিম ইন্ডিয়ান কাছে এই ম্যাচ ছিল ডু অর ডাই। ফিল্ডিংয়ে নেমে ভারতীয় মহিলা ব্রিগেডের মধ্যে দেখা গিয়েছিল আগ্রাসী মেজাজ। প্রোটিয়াদের তিনজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছেন রান আউট হয়ে। রিভিউ নেওয়ার ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছে ভারত। এক সময় ম্যাচের পাল্লা ঝুঁকে গিয়েছিল ভারতের দিকে। কিন্তু এক ইঞ্চি মাটি ছাড়তেও নারাজ ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

World Cup
রিভিউ নিয়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টায় ভারত।

দ্বিতীয় উইকেটে বড় পার্টনারশিপ গড়তে সফল হয়েছেন লরা উইলভার্ট (৭৯ বলে ৮০ রান) এবং লারা গুডঅল (৬৯ বলে ৪৯ রান)। প্রোটিয়া ব্যাটিং লাইনআপের পঞ্চম ব্যাটসম্যান দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এ’দিন। মিগ্ন ডু প্রেজ ৬৩ বলে করেছেন অপরাজিত ৫২ রান।

World Cup
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন প্রেজ।

ঝুলন গোস্বামী ছিলেন না ম্যাচে। ভারতের হয়ে উইকেট নিয়েছেন দু’জন। রাজেশ্বরী গায়কোয়াড় এবং হরমনজিত নিয়েছেন দু’টি করে উইকেট। রান আউট তিনটি। শেষ বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে দক্ষিণ আফ্রিকা – ২৭৫/৭ (৫০ ওভার)।