হকি জগতের আইকন বায়ুসেনার মার্শাল অর্জন সিং স্মরণে বিরাট টুর্নামেন্ট

শুরু হতে চলেছে এয়ার ফোর্স অর্জন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্টের তৃতীয় মার্শাল। এই টুর্নামেন্টটি আগামী ১৮ থেকে ২৩ এপ্রিল ২০২২ পর্যন্ত চন্ডীগড়ের ৩ নং বেস…

শুরু হতে চলেছে এয়ার ফোর্স অর্জন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্টের তৃতীয় মার্শাল। এই টুর্নামেন্টটি আগামী ১৮ থেকে ২৩ এপ্রিল ২০২২ পর্যন্ত চন্ডীগড়ের ৩ নং বেস রিপেয়ার ডিপোতে (বিআরডি) হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এয়ার ফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ড (এএফএসসিবি) ২০১৮ সাল থেকে এই টুর্নামেন্টের আয়োজন করছে। এয়ার অফিসার-ইন-চার্জ প্রশাসন ১৮ এপ্রিল ২০২২-এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং বিমান বাহিনী প্রধান ২৩ এপ্রিল ২০২২ তারিখে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

রয়েল কানাডিয়ান, মালয়েশিয়ান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর বিমান বাহিনী হকি দলসহ ভারত ও বিদেশের ১২টি নামকরা দলকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। হকি খেলার প্রতি বায়ুসেনার মার্শাল অর্জন সিং-এর আবেগ ছিল অতুলনীয়।

শুধু যুদ্ধেই নয়, ক্রীড়াক্ষেত্রেও বিমান যোদ্ধাদের অনুপ্রেরণা ছিলেন তিনি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমান বাহিনী হকি দলের অংশগ্রহণে ২০১৯ সালে বিমান বাহিনীর দ্বিতীয় মার্শাল অর্জন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে বিমান বাহিনীর মার্শালের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এটি টুর্নামেন্টটিকে একটি আন্তর্জাতিক ইভেন্টে উন্নীত করেছিল। ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি (চেন্নাই) সেই সংস্করণের বিজয়ী ছিল। ১৫ এপ্রিল মার্শালের জন্মবার্ষিকী। আইএএফ ধারাবাহিকভাবে এমন ক্রীড়াবিদ তৈরি করছে যারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং দেশ ও আইএএফ-এর জন্য সুনাম অর্জন করেছে।