Fake Indian Currency: আন্তর্জাতিক সীমান্তে বিপুল ভারতীয় জাল নোট উদ্ধার

বিপুল পরিমাণ নকল নোট (fake Indian currency) সমেত গ্রেফতার করা হল এক মহিলাকে। যার জেরে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজ্য মিজোরামে। জানা…

fake Indian currency

বিপুল পরিমাণ নকল নোট (fake Indian currency) সমেত গ্রেফতার করা হল এক মহিলাকে। যার জেরে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজ্য মিজোরামে।

জানা গিয়েছে যে গত শনিবার বিকেলের পরে ওই মহিলাকে আটক পরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। নারকোটিক পুলিশের হাতে ধরা পরে যাওয়া ওই মহিলার কাছে থাকা ব্যাগ থেকে ওই বিপুল নোট উদ্ধার হয়। অল্প সময় পরেই জানা যায় যে ওই সকল নোটগুলি নকল।

ওই সকল ভারতীয় নোটের মোট বাজারদর ১১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে উদ্ধার হওয়া নোটের মধ্যে কোনও ২০০ টাকার নোট ছিল না। সবই ছিল ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোট। কম অঙ্কের নোট হওয়ার কারণে পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল। যার কারণে পুলিশের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ওই মহিলাকে চিহ্নিত করে ফেলে পুলিশ।

মিজোরাম রাজ্যটির পাশে একাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশ যেমন রয়েছে তেমনই রয়েছে মায়ানমার। দুই রাষ্ট্রের মাধ্যমেই ভারতীয় নকল নোটের কারবার চলে। তবে এই নোটগুলি কোথা থেকে আনা হয়েছিল সেই সূত্র খুঁজতে ওই মহিলাকে জেরা করা হচ্ছে। গত কয়েক মাসে মিজোরামে প্রচুর পরিমাণ মায়ানমারের নাগরিক প্রবেশ করেছে। তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে এই ঘটনার তদন্তে।

২০১৬ সালের নভেম্বর মাসে আচমকা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করে প্রধানমন্ত্রী। ওই নোট বাতিলের মাধ্যমে জাল নোটের কারবার বন্ধ করে দেওয়া যাবে বলে দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। দেশের প্রশাসনিক প্রধানের সেই দাবিকে প্রশ্নের মুখে ঠেলে দিল এই ঘটনা।