চাকরির দাবিতে ফের পথে নামছে আন্দোলনকারীদের ১০টি সংগঠন

SSC Scam

চাকরির দাবিতে ১৮ জানুয়ারি পথে নামছে আন্দোলনকারীদের ১০টি সংগঠন। শান্তিপূর্ণভাবে চাকরিপ্রার্থীদের মিছিল-সভায় অনুমতি দিল হাইকোর্ট। চাকরিপ্রার্থীরা ১৬ জানুয়ারি মিছিল করতে চেয়েছিল কিন্তু পুলিশের অনুমতি পাওয়া যায়নি। তাই মিছিলের অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

কেন ১৬ তারিখ মিছিলের অনুমতি পাওয়া গেল না,তার উত্তরে আন্দোলনকারীদের জানান হয়, গঙ্গাসাগর মেলার জন্য ওই দিন অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে ১৭ জানুয়ারির পর শহিদ মিনার গ্রাউন্ডে কর্মসূচি নিলে ট্রাফিকের কোনও সমস্যা হবে না বলে আদালতে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল। এই বিষয়ে বিচারপতির মন্তব্য, আমিও চাই না, ট্রাফিকের বাধা হোক।

   

বিচারপতির মন্তব্য পর মামলাকারীদের আইনজীবী তা মেনে নেন। ১৬ তারিখের পরিবর্তে ১৮ ই জানুয়ারি মিছিলের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থার।

শিয়ালদহ, কলেজ স্ট্রিট, হাওড়া থেকে মিছিলে অনুমতি আদালতের। সকাল ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন