একুশে জুলাইয়ের তিনদিন আগেই রাস্তায় বাসের দেখা নেই

একুশে জুলাইয়ের চরম ব্যস্ততায় মাঝেই রাস্তায় নেই বাস। শহিদ দিবসের জন্য রাস্তা থেকে যাত্রীবাহী বাস তুলে নেওয়া হয়েছে দাবি বেসরকারি বাস মালিক সংগঠনের।

একুশে জুলাইয়ের চরম ব্যস্ততায় মাঝেই রাস্তায় নেই বাস। শহিদ দিবসের জন্য রাস্তা থেকে যাত্রীবাহী বাস তুলে নেওয়া হয়েছে দাবি বেসরকারি বাস মালিক সংগঠনের। ২১ জুলাইয়ের আগে বাস তুলে নেওয়ায় চরম সমস্যায় সাধারণ মানুষ।

বুধবার সকালে আরামবাগ বাস টার্মিনাসেই বাসের দেখা নেই। জেলায় জেলায় বাসের দেখা নেই। স্থানীয় লোকাল রুটের গাড়িও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ বাস মালিক সংগঠনের অভিযোগ রাস্তা থেকে যাত্রী নামিয়ে বাসের গায়ে পতাকা বেঁধে দেওয়া হচ্ছে। বাদুড়ঝোলা হয়ে ছোট গাড়িতে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা।

নিত্যযাত্রীর কথায়, “১৬ তারিখ থেকে গাড়ি তোলা হয়েছে। বাস প্রচুর রয়েছে। কিন্তু যাত্রীদের নামিয়ে দিয়ে বাস নিয়ে যাওয়া হচ্ছে।” বাসের এক মালিক বলছেন, “কোনও চিঠি সেভাবে দেওয়া হয়নি। যারা চিঠি দিয়েছিলেন, তারা বলে রেখেছেন আগের দিন থেকে গাড়ি তোলা হবে। যারা চিঠি দেননি, তারাই যাত্রীদের নামিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে।”