বেঙ্গালুরু এফসির প্রশিক্ষিত জঙ্গলমহলের ফুটবলার মোহনবাগানে

সামাজিক মাধ্যমে পার্থ জিন্দল সম্প্রতি ফুটবল সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। ভারতের ক্রীড়া জগতে JSW ভালো নামডাক করেছে। বেঙ্গালুরু এফসি অল্প দিনের মধ্যে পৌঁছে গিয়েছিল সাফল্যের শিখরে।

Anup Singh

দুই মরসুমে আগেও সবুজ মেরুন শিবিরকে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিল। কারণ তখন দলের ছিল না জুনিয়র টিম বা ইয়ুথ সিস্টেম। সেই অভাবটাও পূরণ হচ্ছে ধীরে ধীরে। ইতিমধ্যে মোহন বাগান সুপার জায়ান্টের জুনিয়র দল দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা ময়দান। সেই সঙ্গে জোর দেওয়া হচ্ছে তরুণ প্রতিভা অন্বেষণের কাজে।

সামাজিক মাধ্যমে পার্থ জিন্দল সম্প্রতি ফুটবল সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। ভারতের ক্রীড়া জগতে JSW ভালো নামডাক করেছে। বেঙ্গালুরু এফসি অল্প দিনের মধ্যে পৌঁছে গিয়েছিল সাফল্যের শিখরে। বেঙ্গালুরু ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে JSW – এর কোচিং ক্যাম্প। পশ্চিমবঙ্গেও রয়েছে তাদের ফুটবল শেখানোর স্কুল।

সেখান থেকে একজন ফুটবলারকে ভালো লেগেছে মোহন বাগান সুপার জায়ান্টের। জঙ্গলমহল থেকে উঠে আসা তরুণ এই ফুটবলারের নাম অনুপ সিং। পার্থ জিন্দল তার পোস্টে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম JSW ফুটবল অ্যাকাডেমি পেশাদার ফুটবলার তৈরি করতে পেরেছে। অনুপ সিং শালবনীর বাসিন্দা। বেঙ্গালুরু এফসির প্রশিক্ষকদের পর্যবেক্ষণে ফুটবল পায়ে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন অনুপ।

বছর খানেক আগে এটিকে মোহন বাগানের পক্ষ থেকে শুরু করা হয়েছিল তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণের কাজ। দলের হেড কোচ হুয়ান ফেরান্ডকে সামনে রেখে কাজ শুরু করেছিল বাগান। বিভিন্ন বয়সের ছেলেদের ট্রায়াল দেওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় ছেলেদের নিজেদের জুনিয়র দলে সামিল করেছে সবুজ মেরুন ব্রিগেড।

কলকাতা ফুটবল লীগ জুনিয়র দল নামিয়ে পরপর জয় তুলে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। নেক্সট জেন কাপেও দারুণ পারফরম্যান্স করেছিল দল। হেভিওয়েট সিনিয়র টিমের সমান্তরালে আগামী দিনের জন্যও দল গড়ার কাজ চালাচ্ছে মোহনবাগান।