IPL নিলাম ১২ ও ১৩ তারিখ : BCCI

বেজে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দামামা। দু’দিন চলবে নিলাম। আসর বসবে বেঙ্গালুরুতে। ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই- এর পক্ষ থেকে…

বেজে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দামামা। দু’দিন চলবে নিলাম। আসর বসবে বেঙ্গালুরুতে। ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই- এর পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখে হবে নিলাম। ১.৫ কোটি টাকার দর মূল্যে রয়েছেন ২০ জন ক্রিকেটার। ২ কোটি প্রাইস ব্র‍্যাকেটে থাকবেন ৪৮ জন। ৩৪ জন খেলোয়াড় ১ কোটি টাকা রিজার্ভ প্রাইসের ঘরে। টুর্নামেন্টে অংশ নেবে ১০টি ফ্রাঞ্চাইজি।

অংশগ্রহণকারী দশ দল- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ এবং টিম আহমেদাবাদ।

নিলামের আগে কিছু ক্রিকেটারের নাম ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। ক্রিকেট বোদ্ধাদের আলোচনায় শোনা যাচ্ছে ফাফ ডু প্লেসিস, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, জনি বেয়ারস্টো, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের নাম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চর্চায় রয়েছে শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, আর অশ্বিন, মহম্মদ শামি, ঈশান কিষাণ, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইশান্ত শর্মা, উমেশ যাদবের নাম।

দুই দিনের এই মেগা নিলামের ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য গণনা চলবে। যার মধ্যে মোট ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশী ক্রিকেটার থাকবেন। শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকেই নিলামে অংশ নেবেন ৪৭ জন খেলোয়াড়।