Bhangar: ভাঙড়ে সিসিটিভি লাগাল কলকাতা পুলিশ

ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের দায়িত্বে আসেনি ভাঙড়। এরই মাঝে বৃহস্পতিবার ভাঙড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়…

ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের দায়িত্বে আসেনি ভাঙড়। এরই মাঝে বৃহস্পতিবার ভাঙড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু করল কলকাতা পুলিশ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভাঙড়ের দু’টি গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে কলকাতা পুলিশ। তিনটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বাসন্তী হাইওয়ের ধারে ঘটকপুকুরে এবং চারটি সিসিটিভি লাগানো হয়েছে হাতিশালা মোড়ের কাছে। মোট ৭ টি ক্যামেরা লাগানো হয়েছে ভাঙড়ে।

   

পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভাঙড়ের যানবাহন চলাচল ও সাধারণ মানুষদের গতিবিধির উপর নজর রাখতেই এই পদক্ষেপ। আগামী দিনে গোটা ভাঙড়কেই সিসিটিভি নজরদারিতে নিয়ে আসা হবে বলেই জানা গিয়েছে।

পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ভাঙড় ছিল অশান্ত। শুধু মনোনয়ন পর্ব নয়, ভোট, পঞ্চায়েত ভোট গণনা সমস্ত ক্ষেত্রেই অশান্তি দেখেছে গোটা বাংলা। উত্তপ্ত পরিস্থিতি দেখে রাজ্যপাল সিভি আনন্দ বোসও ছুটে যান সেখানে। শাশক-বিরোধী দুজনেই দুজনের দিকে আঙুল তুলেছিল। শওকত মোল্লা, আরাবুল ইসলামদের অভিযোগ ছিল, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অপরদিকে নওশাদ সিদ্দিকী তৃণমূলের দিকেই আঙুল তোলেন। এই আবহে আজ বৃহস্পতিবার ভাঙড়ে সিসিটিভি বসল।