East Medinipur: বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় উত্তপ্ত ময়না

বিজেপি নেতার হত্যাকাণ্ড ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ( East Medinipur) ময়না। ময়নার বাকচা এলাকায় বিজয়কৃষ্ণ ভুইঞা নামে বুথ সভাপতি নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। রাতেই তাঁর মৃত্যুর প্রতিবাদে বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকরা।

Vijaykrishna-Bhuiya

বিজেপি নেতার হত্যাকাণ্ড ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের (East Medinipur) ময়না। ময়নার বাকচা এলাকায় বিজয়কৃষ্ণ ভুইঞা নামে বুথ সভাপতি নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। রাতেই তাঁর মৃত্যুর প্রতিবাদে বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকরা। অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের। যদিও গোটা বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে জানাচ্ছে তৃণমূল। মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি।

সূত্রের খবর, গতকাল রাতেই বুথ সভাপতি বিজয়কৃষ্ণের বাড়িতে উপস্থিত হয় দুষ্কৃতীরা। স্ত্রী ও পরিবারের সামনেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর ওই নেতাকে মোটরবাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। রাস্তার মাঝে তাঁর মাথা থ্যাঁতালানো দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

   

ঘটনাকে ঘিরে বাকচা এলাকায় তুমুল অশান্তির খবর মেলে। সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি সদস্যের খোঁজ মিলছিল না। পরে অভিযোগের ভিত্তিতে খোঁজ করে পুলিশ। অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকে ময়না-তমলুক রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি। যার নেতৃত্বে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। ঘটনাকে ঘিরে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনায় প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের দিকে অভিযোগের আঙুল উঠেছে।

অন্যদিকে, প্রাক্তন বিধায়কের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইঞা। গতকালের পর থেকে মঙ্গলবারেও ময়না জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।