Mohun Bagan Coach: এফসিআই নিয়ে যথেষ্ট সাবধানী সবুজ-মেরুন কোচ

এবারের কলকাতা ফুটবল লিগে যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে টুর্নামেন্টের শুরুর থেকেই যথেষ্ট প্রভাব দেখিয়েছে ময়দানের এই প্রধান।

Mohun Bagan Junior Team Coach

এবারের কলকাতা ফুটবল লিগে যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে টুর্নামেন্টের শুরুর থেকেই যথেষ্ট প্রভাব দেখিয়েছে ময়দানের এই প্রধান। পাঠচক্র থেকে শুরু করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব প্রত্যেকের বিপক্ষেই দাপুটে ফুটবল খেলেছে মোহনবাগান।

বর্তমানে পয়েন্ট টেবিলের বিচারে দ্বিতীয় স্থানে থাকলেও আজ এফসিআই দলের বিপক্ষে তিন পয়েন্ট সংগ্ৰহ করতে পারলেই গ্রুপ টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়ার হাতছানি থাকবে বাগান শিবিরের কাছে। তাই আজ নিজেদের সমস্ত শক্তি খরচ করে ময়দানের এই প্রাচীন দলের বিপক্ষে জয় পেতে চাইবে মোহনবাগান। সেইমতো নিজেদের ভুলভ্রান্তি শুধরে মাঠে নামাই অন্যতম টার্গেট সুহেল-ফারদিনদের।

   

তবে এই ম্যাচের আগে এফসিআইকে যথেষ্ট সমীহ করে চলছেন বাগান জুনিয়র দলের কোচ বাস্তব রায়। ম্যাচের আগে একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই এফসিআই দলটি ময়দানের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। এরা বহুদিন ধরেই ভালো ফুটবল খেলে আসছে। তাছাড়া বহু তারকা ফুটবলার এইদল থেকে খেলেই অবসর নিয়েছে।

তবে এরকম লিগে পয়েন্ট টেবিলের ভিত্তিতে কোনো ক্লাবকে বিচার করা যায়না। তবে আমাদের ছেলেরা যথেষ্ট ওয়াকিবহাল আছে। দলের জয়ের ধারা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। তবে এফসিআইকে যথেষ্ট সমীহ করতেই হয়। ওরা যথেষ্ট ভালো ফুটবল খেলছে। তবে মহামেডান দলের কাছে বাজে ভাবে গোল না খেলে ফলাফল অন্যরকম হতেই পারত। তবে আমাদের ও সতর্ক থাকতে হবে। যাতে কোনো রকমের ভুল না হয় সেদিকেও খেয়াল রেখে এগোতে হবে।”

উল্লেখ্য, শেষ ফুটবল ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল এফসিআই। সেখানে নিজেদের দুইটি আত্মঘাতী গোলের দরুণ পিছিয়ে পড়ে এফসিআই। পরবর্তীতে যদিও ব্যবধান বাড়ায় মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে প্রথমের দুইটি গোলেই বদলে গিয়েছে সমস্ত কিছু। তবে রোজ যে একই ভুল করবে এই ফুটবল দল তা সকলেই জানে। সেজন্য আজ যথেষ্ট সাবধানে শুরু করবে সবুজ-মেরুন।