সেমিফাইনালের দ্বিতীয় লেগের পর ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি আর্মান্দো সাদিকু। মাঠে তাঁর অনুপস্থিতি কি পার্থক্য গড়ে দিয়েছিল দুই দলের মধ্যে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।
প্রথমার্ধে এগিয়ে থাকার পরেও ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কেন হারল? এই প্রশ্নের উত্তর সন্ধানে এখন কাটাছেঁড়া চলবে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে পরাজয়ের কারণ জানতে চাওয়া হয়েছিল হাবাসের কাছে। তখনই উঠে এসেছিল আর্মান্দো সাদিকুর কথা।
সাদিকুর অনুপস্থিতি ভালোই টের পেয়েছেন বাগান কোচ। কোনো রাখঢাক না রেখে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। লোপেজ হাবাসের মতে, ‘সাদিকু এমন একজন খেলোয়াড় যে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর ক্ষেত্রে বেশি আক্রমণাত্মক। কিন্তু এই ম্যাচে আমাদের হাতে তেমন খেলোয়াড় ছিল না। জেসন কামিংস কিংবা দিমি পেত্রাতোসের চেয়ে আর্মান্দো বেশি আক্রমণাত্মক।’
অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর কামিন্স ও সাদিকুকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেছিলেন প্রথম একাদশে। সাদিকু পরের মরসুমে সবুজ মেরুন শিবিরে থাকবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। তবে মাঠে যে তিনি প্রভাব রাখতে পেরেছিলেন সেটা কোচের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা গিয়েছে।