Weather: ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে, বদলাবে আবহাওয়া

শীত বিদায়ের পর্ব শুরু হতেই ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হল রাজ্যে। শুক্রবার থেকেই রাজ্যজুড়ে বদলাতে শুরু করবে আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূ্ত্রে খবর, ভারত মহাসাগর এবং…

শীত বিদায়ের পর্ব শুরু হতেই ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হল রাজ্যে। শুক্রবার থেকেই রাজ্যজুড়ে বদলাতে শুরু করবে আবহাওয়া।

আবহাওয়া দপ্তর সূ্ত্রে খবর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিন থেকেই কলকাতা সহ শহরতলীর আকাশ থাকবে মেঘলা। ফলে বাড়বে তাপমাত্রার পারদও। পুবালি হাওয়া ভর করে শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে। তার জেরে রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। তবে শুক্রবার বিকেলের পর থেকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার আগে পর্যন্ত প্রধানত পরিষ্কার আকাশ। শনিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ, ন্যূনতম ৪০ শতাংশ। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাকি জেলায় থাকবে মেঘলা আকাশ।