Ukraine Crisis: ইউক্রেন সমস্যার মাঝেই কূটনৈতিক বৈঠকে আমেরিকা-রাশিয়া

ইউক্রেন নিয়ে টালমাটাল পরিস্থিতির মাঝেই মুখোমুখি হতে পারে আমেরিকা ও রাশিয়া। তবে যুদ্ধক্ষেত্রে নয়। কূটনৈতিক গোল টেবিলে হতে পারে দুই দেশের মধ্যে বৈঠক। আমেরিকার বিদেশ…

ইউক্রেন নিয়ে টালমাটাল পরিস্থিতির মাঝেই মুখোমুখি হতে পারে আমেরিকা ও রাশিয়া। তবে যুদ্ধক্ষেত্রে নয়। কূটনৈতিক গোল টেবিলে হতে পারে দুই দেশের মধ্যে বৈঠক।

আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে রুশ মন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করতে পারেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, “যদি ইউক্রেনে আর কোনো রুশ আক্রমণ না হয়” তবেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, রাশিয়ার আমন্ত্রণে হবে এই বৈঠক। তবে এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়েছে। কারণ আমেরিকাই ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য কূটনীতি এবং কথাবার্তার প্রসঙ্গ তুলেছিল।

কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন ইস্যু কথা বলে মিটিয়ে নেওয়ায় বিশ্বাসী আমেরিকা। তিনি বলেন, কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করা যায়। কিন্তু যদি রাশিয়া আক্রমণ করে তবে আমেরিকা তৈরি রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে সেনা প্রত্যাহারের কথা বললেও রাশিয়া (Russia Ukraine) যে কোনও সময় ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে বলে বুধবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার পেন্টাগন স্পষ্ট অভিযোগ করল, রাশিয়া অত্যন্ত গোপনে ইউক্রেন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ইউক্রেনে হামলা চালাতে সীমান্তে অতিরিক্ত ৭০০০ সেনা মোতায়েন করেছে পুতিনের দেশ।