রেল সুরক্ষায় বসছে কবচ, কোটি টাকা ব্যয় পূর্ব রেলের

দুর্ঘটনা এড়াতে এবার অত্যাধুনিক সুরক্ষা সতর্কীকরণ ব্যবস্থা কবচ আনতে চলেছে রেল। পূর্ব রেল ৫৫০ কোটি টাকা ব্যয় করে এই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে হাওড়া এবং…

indian railway

দুর্ঘটনা এড়াতে এবার অত্যাধুনিক সুরক্ষা সতর্কীকরণ ব্যবস্থা কবচ আনতে চলেছে রেল। পূর্ব রেল ৫৫০ কোটি টাকা ব্যয় করে এই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে হাওড়া এবং শিয়ালদহে। ৩২৭ কিলোমিটার রাস্তায় বসবে কবচ। এর মধ্যে রয়েছে লোকাল ট্রেনলাইনও।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে গেম চেঞ্জার হবে কবচ। একটি দেশীয়ভাবে তৈরি একটি উন্নত TPWS। রেল দুর্ঘটনা কমানোর মতো করেই একে ডিজাইন করা হয়েছে। মোটরম্যান সিস্টেমে সাড়া দিতে ব্যর্থ হলে বা সংকেত উপেক্ষা করলে, সম্পূর্ণ কমান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কবচের দখলে চলে যাবে। কবচ দুটি ধাপে বসানো হচ্ছে। প্রথম ধাপে হাওড়া থেকে দিল্লি ২৬০ কিলোমিটার রুটে ২১৭ কোটি টাকা ব্যয়ে বসবে কবচ। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে চালু হবে সিস্টেম৷ দ্বিতীয় পর্যায়ে শহরতলির ৩২৭ কিলোমিটার রাস্তায় বসবে কবচ৷ এর জন্য ব্যয় হবে ৫৫০ কোটি টাকা। এটি ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে চালু হওয়ার সম্ভাবনা।

   

রেলের সিগন্যাল যদি কাজ না করে তাহলে এই ব্যবস্থা কাজ করবে। অরোরা জানিয়েছেন, “এই সতর্কতা ব্যবস্থাটি বিপদে সিগন্যাল পাসিং (SPAD) রোধ করে ট্রেন পরিচালনায় নিরাপত্তা বাড়াবে। কমবে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা।”