Covid19: শিখরে পৌঁছচ্ছে পজিটিভিটি রেট, রাজ্যজুড়ে বাড়ছে আতঙ্ক

করোনা সংক্রমণ রুখতে আজ থেকে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। এরইমধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে ছয় হাজারে পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪…

The positivity rate is reaching its peak, panic is growing across the state

করোনা সংক্রমণ রুখতে আজ থেকে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। এরইমধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে ছয় হাজারে পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৫৫,২২৮।‌

করোনা‌ আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা ১৩, মোট মৃতের সংখ্যা ১৯,৭৯৪। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,১৯৭। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ১৬,১৫,২৪৮। পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ।

দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ।

রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। কেবল কলকাতাতেই দৈনিক সংক্রমণ ২,৮০১। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ১,০৫৭। এই দুই জেলাতেই ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।