Tuesday, November 25, 2025
HomeWest Bengalইডি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, জেলমুক্তি কবে?

ইডি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, জেলমুক্তি কবে?

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। ইডি-র দায়ের করা মামলায় জামিন পেলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

Advertisements

এক মামলায় জামিন, আরেক মামলায় গ্রেফতার

প্রসঙ্গত, এর আগেও গ্রুপ-সি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছিলেন কল্যাণময়। কিন্তু সেই রাতেই তাঁকে ফের গ্রেফতার দেখায় CBI- diesmal নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে। অর্থাৎ, একাধিক মামলায় নাম জড়িয়ে থাকায় এক মামলায় জামিন পেলেও কার্যত জেলমুক্তি অধরা থাকছে তাঁর জন্য।

   

কী বলছে আদালত? Kalyanmoy Ganguly Bail

এদিন আদালতে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় বর্তমানে আর কোনও সরকারি পদে নেই। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং তদন্তে সহযোগিতা করছেন। সেই প্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণ করেন, “তিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। প্রভাবশালী নন, এবং প্রমাণ লোপাটের সম্ভাবনাও কম।” সব দিক বিচার করে তাঁকে ইডি মামলায় জামিন দেওয়া হয়।

Advertisements

তদন্তে এখনও তৎপর দুই এজেন্সি

SSC নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের নাম উঠে আসে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও তদন্তের আওতায় রয়েছেন- অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা৷ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এবং ED এখন সমান্তরালভাবে নিয়োগ দুর্নীতির মামলায় কাজ করছে। সূত্রের খবর, কয়েকটি মামলায় চার্জশিটও জমা পড়ে গিয়েছে।

ইডি-র মামলায় জামিন পেলেও অন্য মামলায় বিচারাধীন থাকায় এখনই জেল ছাড়তে পারছেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ফলে এই নিয়োগ কেলেঙ্কারিতে আরও কোন কোন মোড় আসছে, সেটাই এখন দেখার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments