Job Scam: কালীঘাটের কাকুর বয়ানে আরো কোটি কোটি টাকার তথ্য

নিয়োগ দুর্নীতি কান্ডে আরও ২০ কোটির তথ্য। কালীঘাটের কাকুকে (Sujay Krishna Bhadra) জেরা করে উঠে আসে তথ্য। আগে ১০৬ কোটির তথ্য উঠে এসেছিল সামনে। এর…

Kaku of Kalighat

নিয়োগ দুর্নীতি কান্ডে আরও ২০ কোটির তথ্য। কালীঘাটের কাকুকে (Sujay Krishna Bhadra) জেরা করে উঠে আসে তথ্য। আগে ১০৬ কোটির তথ্য উঠে এসেছিল সামনে। এর আগে ১০৬ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তিনটি সংস্থায় তল্লাশি চালায় ইডি। কালীঘাটের কাকু তার কোম্পানির শেয়ার অবৈধভাবে দাম বাড়িয়েছিলেন।

ইডি মনে করেছিল দুনীর্তির পরিমাণ ১৫০ কোটি টাকা। বাকি টাকার তল্লাশি চালাচ্ছে ইডি।আরও পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ইডি সূত্রে। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ নগর দায়রা আদালতে পেশ করা হবে। তবে তিনি অসুস্থ থাকায় সশরীরে তাঁকে হাজির নাও করানো হতে পারে । তদন্তের স্বার্থে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা চায় ইডি। ১৪ জুলাই, তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য় ইডিকে ছাড়পত্র দিয়েছিল ব্য়াঙ্কশাল আদালত। কিন্তু অসুস্থ থাকার কারণে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি।

প্রসঙ্গত, স্ত্রীর পারলৌকিক কাজের জন্য ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে মুক্ত ছিলেন কালীঘাটের কাকু। তবে তাঁর সঙ্গে সব সময় ছিলেন ইডির একজন আধিকারিক। প্যারোলের মেয়াদ শেষে প্রেসিডেন্সি জেলে ফেরেন সুজয়কৃষ্ণবাবু। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। জেল কর্তৃপক্ষের দাবি, ইডি আধিকারিকদের উপস্থিতিতেই অসুস্ত হয়ে পড়েন সুজয়কৃষ্ণ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছে ইডি। অভিযোগ, বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে চাকরি বিক্রির কালো টাকা সাদা করেছেন তিনি। সঙ্গে নিজেও ব্যবসায় সেই টাকা বিনিয়োগ করেছেন।