নির্লজ্জ রাজনীতি, মৃত মেয়ের বাবাকে নিয়ে চলল নেতাদের টানা হ্যাঁচড়া

চোখের জলও যেন শুকিয়ে এসেছে। সামনে মৃত মেয়ের নিথর দেহ। এক রত্তি প্রাণকে কিছু মানুষ রুপী জানোয়ার ছিঁড়ে খেয়েছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ মৃত্যু হয়েছে নির্যাতিতার।

Girl's Father Allegedly Faces Harassment

চোখের জলও যেন শুকিয়ে এসেছে। সামনে মৃত মেয়ের নিথর দেহ। এক রত্তি প্রাণকে কিছু মানুষ রুপী জানোয়ার ছিঁড়ে খেয়েছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ মৃত্যু হয়েছে নির্যাতিতার। ধর্ষিতা অসহায় বাবার মেয়ে। এই মর্মান্তিক ঘটনার পরেও রেহাই নেই সেই বাবার। রাজনৈতিক নেতাদের টানা হ্যাঁচড়া চলল সদ্য মেয়ে হারানো সেই হতভাগ্য বাবাকে নিয়ে।

গত ১৮ জুলাই কোচবিহারে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। আজ তার মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যু ঘিরেও উঠছে বহু প্রশ্ন। মেয়ের মৃত্যুতে শোকাহত বাবা। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই মৃতার বাবাকে নিয়ে চলল টানা হ্যাঁচড়া।

জানা গিয়েছে আজ যখন নির্যাতিতার মৃতদেহ কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মর্গে নিয়ে যাওয়া হয় সেই সময় উপস্থিত ছিলেন বিজেপির বেশ কয়েকজন নেতা। সঙ্গে ছিলেন রাহুল সিনহা। সেই সময় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তৃণমূলের জেলা সভাপতি। মৃতদেহ বের করার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ কার অধীনে থাকবে সেই নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা।

শেষ পর্যন্ত হাতাহাতিতে পরিণত হয় গোটা পরিস্থিতি। এই গোটা ঘটনার মধ্যে পড়ে যায় মৃতার বাবা তাকে নিয়ে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই টানা হ্যাঁচড়া শুরু করে। কার পক্ষে থাকবে মৃতার বাবা। হাসপাতাল থেকে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এবং দু পক্ষের মধ্যে শুরু হয় মারামারি।

এই গোটা ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে মৃতার বাবা। তিনি বেশ কয়েকবার রাস্তায় পড়েও যায়। এরপরে তাকে কোনরকমে তুলে তৃণমূলের লোকজন গাড়িতে করে নিয়ে পালায়।

বিজেপির অভিযোগ তৃণমূলের নেতৃত্বে মৃতার বাবাকে হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে। যেহেতু তিনি রাহুল সিনহার সঙ্গে কথা বলে তার সমস্যার কথা জানিয়েছেন। এই ঘটনা তৃণমূলের নজরে আসতেই তারা উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে তৃণমূলের দাবি, রাহুল সিনহা এসে গোটা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। মৃতার পরিবারকে বুঝিয়ে তাদের উস্কানি দেয়। যার ফলে আজকের গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

এই গোটা ঘটনায় শিহরিত বাংলা। হারিয়ে গিয়েছে মানবিকতা। ধর্ষিত নির্যাতিতা মেয়ের মৃতদেহ আগলে থাকা বাবাকে টেনে হিচড়ে জখম দিয়েছে তৃণমূল ও বিজেপি। তা গোটা বাংলার জন্য লজ্জা দায়ক ব্যাপার। এই নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।