Panchayat Election: ‘স্বামীকে খুন করেছে তাই দেব না ভোট দিতে’, বুথে বিধবার চিৎকার

এ যেন কোনও সিনেমার নাটকীয় চিত্রনাট্য। এক মহিলা বুথে ঢুকে ভোট আটকে দিলেন। তিনি চিৎকার করছেন কাউকে ভোট দিতে দেব না। রাজ্য জুড়ে তীব্র ভোট…

এ যেন কোনও সিনেমার নাটকীয় চিত্রনাট্য। এক মহিলা বুথে ঢুকে ভোট আটকে দিলেন। তিনি চিৎকার করছেন কাউকে ভোট দিতে দেব না। রাজ্য জুড়ে তীব্র ভোট সন্ত্রাসের মধ্যে এ এক অদ্ভুত দৃশ্য। এই মহিলা কোনও বুথ লুঠেরা নন। তিনি স্বামীর খুনের বিচার চান।

বারাসতের কদম্বগাছিতে এমন পরিস্থিতি ঘিরে উত্তেজনা। অভিযোগ, এক নির্দল সমর্থককে খুন করা হয়েছে। অভিযোগ, সকাল থেকে এলাকায় কোনও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নেই। এদিকে সকাল থেকেই এক মহিলা বুথের গেটের বাইরে বসে পড়েন। সেই মহিলা জানান, “আমার স্বামীকে মেরে ফেলেছে তৃণমূলের লোকেরা। একচেটিয়া ভোট নেবে বলে রাতে হামলা করেছে। আমিও কাউকে ভোট দিতে দেবো না।”

   

বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গতকাল রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি ছিল এলাকায়। ভোট শুরুর আগেই সন্ত্রাস শুরু। বোমা-বন্দকু দিয়ে তৃণমূলের হারমাদ বাহিনীর হামলার অভিযোগ। স্থানীয়দের বিক্ষোভে পুলিশ গাড়ি ঘুরিয়ে চলে যেতে দেখা গেল। মৃতের স্ত্রী বুথের তালা বন্ধ করে প্রতিবাদ করছেন।

এসডিপিও ঘটনাস্থলে এসেছিলেন । পরিস্থিতি অগ্নিগর্ভ দেখে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে। পুলিশও বুথে ঢুকে গেটে তালা লাগিয়ে দেয় বলে এলাকার লোকজনের দাবি। ভোটারদের একাংশের অভিযোগ, “আমরা সকালে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছিলাম। কী হল বুঝলাম না, ভোটের লাইনেই মারধর করা হল। নির্দলের লোকেরা মারধর করেছে।”

এ প্রসঙ্গে এক নির্দল সমর্থক বলেন, “টায়ার জ্বলছে। বডিটা বাড়ি আসুক। ভাল মানুষ বাড়ি ফিরছিল। পিটিয়ে মেরে দিল। নারকেল গাছ চিহ্নে দাঁড়িয়েছিল প্রার্থী। গ্রামের মানুষ তৃণমূল প্রার্থীকে চায় না, নির্দলকে চায়।” তৃ়নমূলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন। তাদের নিয়ে শাসকদল তীব্র শংকিত। কদম্বগাছিতে নিহত ব্যক্তি বিক্ষুব্ধ তৃ়নমূল বলে জানা যাচ্ছে।