Birbhum: ‘কেষ্ট মুর্দাবাদ’ ধ্বনি উঠল, অসহায় টিএমসি নেতারা দেখলেন পার্টি অফিস কংগ্রেসের দখলে

জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ধ্বনি চলছিল। আচমকা শোনা গেল কেষ্ট মুর্দাবাদ! এ ঘটনা (Birbhum) বীরভূমের। জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি কেষ্ট মণ্ডল তথা অনুব্রত গোরু পাচার…

জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ধ্বনি চলছিল। আচমকা শোনা গেল কেষ্ট মুর্দাবাদ! এ ঘটনা (Birbhum) বীরভূমের। জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি কেষ্ট মণ্ডল তথা অনুব্রত গোরু পাচার তদন্তে তিহার জেলে বন্দি। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে অনুব্রতহীন বীরভূমে অসহায় শাসকদলের নেতারা দেখলেন ময়ূরেশ্বরে তাদের কার্যালয়ে উড়ছে কংগ্রেসের পতাকা।

ছিল তৃণমূল হয়ে গেল কংগ্রেস! তালা খুলে তৃণমূলের (TMC) পতাকা নামিয়ে উড়িয়ে দেওয়া হলো কংগ্রেসের (Congress) পতাকা। হাজার খানেক টিএমসি সমর্থক দলবদলে কংগ্রেসে সামিল হলেন। বীরভূমে (Birbhum) ফের শাসকদলে বড়সড় ভাঙন।

ময়ূরেশ্বরের তৃণমূল কংগ্রেস কার্যালয় জবরদখল করেছে কংগ্রেস এমনই অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বের। জেলা কংগ্রেসের দাবি, মানুষ নিজ ইচ্ছায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন।

বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা জানান, ময়ূরেশ্বর – ১ নং ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে কংগ্রেসের যোগদান সভা ছিল। সেখানে এসে তৃণমূলের বুথ সভাপতি সানুয়ার সেখ ও আজফার আলির নেতৃত্বে প্রায় ১০০০ জন কংগ্রেসে সামিল হন।

যোগদান সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর -১ নং ব্লক কংগ্রেসের সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক, জেলা কংগ্রেস সদস্য জরিপ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার তদন্তে তিহার জেলে বন্দি। বীরভূমে তৃ়ণমূল ছেড়ে সিপিআইএম ও কংগ্রেসে যোগদান চলছে। বিজেপি ত্যাগেরও পর্ব চলছে।