HomeWest BengalSuvendu Adhikari: শুভেন্দুর কনভয় মামলার CID তদন্তে প্রশ্ন বিচারপতি মান্থার

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয় মামলার CID তদন্তে প্রশ্ন বিচারপতি মান্থার

- Advertisement -

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে মৃত্যু মামলায় এবার কেস তলব করল কলকাতা হাইকোর্ট। জেড ক্যাটাগরির সুরক্ষা নিয়েও রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ”শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত গুরুতর ঘটনা। সেইকারণেই এই ঘটনার তদন্তভার CID কে হস্তান্তর করা হয়েছে।”

গাড়ি দুর্ঘটনার মতো সামান্য বিষয়ে কেন CID কে তদন্তভার দেওয়া হল, শুনে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশ দেন পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও কনভয় সুরক্ষা কর্মীকে ডাকবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।

   

রাজ্যের যুক্তি, দুর্ঘটনায় মৃত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম তৈরি হয়। সেই কারণেই এই ঘটনার গুরুত্ব রয়েছে বলে আদালতকে জানান রাজ্যের আইনজীবী।

প্রসঙ্গত, সম্প্রতি দীঘা নন্দকুমার জাতীয় সড়কের কাছে চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভৈরবপুরের বাসিন্দা ইসরাফিল খানের।

নিহতের বাবা সফিরউদ্দিন চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। শুরু রাজনৈতিক চাপানউতর। মৃত যুবকের মৃতদেহ নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল। ইতিমধ্যে, শুভেন্দুর কনভয়ের গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular