Abhijit Gangopadhyay: নিয়োগ দুর্নীতির মামলা সম্ভবত সরতে চলেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে!

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে এক ডজন মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

Abhijit Gangopadhyay

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে এক ডজন মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

যার জেরে শাসক দল সহ শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের অধিকাংশরাই এই মুহুর্তে জেলে রয়েছেন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য ঘিরে চাঞ্চল্য৷

এদিন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল৷ সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারের কথা তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি৷ সেটা শুনে অবশ্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে হলফনামা চেয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতি।

একইসঙ্গে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, যে মামলার শুনানি চলছে সবিষয়ে বিচারপতি কখনই সাক্ষাতকার দিতে পারেন না। সেটা হয়ে থাকলে তিনি সেই মামলা শুনতে পারবেন না৷ আমরা তদন্তে হাত দেবো না৷ কিন্তু সংবাদমাধ্যমে একজন বিচারপতি যখন এধরনের মন্তব্য করেন। তিনি আর শুনতে পারবেন না। সেক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি অন্য বেঞ্চ গঠন করে সিদ্ধান্ত নেবেন।

এই মুহুর্তে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। একাধিক মামলার শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে৷ সম্প্রতি পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যের পর কী পদক্ষেপ নেওয়া হয়? সেটাই দেখার৷